Home » আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস।

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস।

অম্বিকা কুন্ডু
কলকাতা, ১৯শে আগস্ট ২০২৪

বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলেই ছবি বা ফটোগ্রাফি করতে পছন্দ করেন। ফটোগ্রাফি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা এখন প্রচলিত। সকলেই নিজেদের বিশেষ মুহূর্ত বা বিশেষ অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত গুলি ক্যামেরাবন্দী করে বন্ধুদের সঙ্গে সেই আনন্দের মুহূর্ত ভাগ করে নেয়।


আজ সকল ফটোগ্রাফি প্রিয় মানুষদের জন্য বিশেষ দিন, আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস।
তবে এই ফটোগ্রাফি এর কিছু ইতিহাস রয়েছে সেই সকল ইতিহাস সম্পর্কে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৮৩০ সালে। ওই সময় “লুই ডাগে” “ফটোগ্রাফিক প্রসেস” আবিষ্কার করেন যার নাম রাখেন ” ডাগেরোটাইপ “। পরবর্তীতে ১৮৪৯ সালের ১৯শে আগস্ট ফরাসি সরকার ঐ দিনটিকে “বিশ্ব ফটোগ্রাফিক দিবস” হিসাবে ঘোষণা করেন।


ফটোগ্রাফি হল এমন এক মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের সুন্দর মুহূর্তের স্মৃতিগুলিকে ছবির আকারে সারা জীবনের জন্য জীবন্ত করে রাখতে পারি। যখনই আমরা সেই ছবি বা ফটো দেখব তখনই সেই মুহূর্তের সম্পূর্ণ দৃশ্য আমাদের স্মৃতিপটে জীবন্ত হয়ে উঠবে এবং সেই দৃশ্য উপভোগ করে আমরা আনন্দিত হতে পারি।
এখন ফটোগ্রাফি করা হয়ে উঠেছে অতি সহজ। কিন্তু একসময় মানুষ চাইলেই যখন তখন ছবি তুলতে পারতেন না কারণ তখন ছবি বা ফটোগ্রাফি করার জন্য যেতে হতো ফটো স্টুডিওতে কিন্তু বর্তমান সমাজে ছবি বা ফটোগ্রাফি করার জন্য একটি স্মার্টফোনই যথেষ্ট সমস্ত রকমের স্মৃতি চটপট করে আমরা ধরে রাখতে পারি ফোনের ক্যামেরার মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!