অম্বিকা কুন্ডু | কলকাতা, ২৩ শে আগস্ট ২০২৪
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যার শর্ট ফর্ম CR7 যাকে সকল ফুটবল প্রেমীরা তাকে অনেক ভালোবাসেন, এবং অনেকে তাকে গুরুদেব বলেও মনে করেন।
গত মঙ্গলবার ২০ শে আগস্ট CR7 তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন YOUTUBE এর চ্যানেল আরম্ভ করে। ইউটিউবের ইতিহাসে বোধহয় প্রথম ফুটবল খেলার জন্য যতোটুকু সময় লাগে অর্থাৎ ৯০ মিনিট ঠিক সেই সময়ের মধ্যে কোন ইউজারের সাবস্ক্রাইবার সংখ্যা মিলিয়ানে পৌঁছেছে। কেনই বা হবে না CR7 মাঠে নামেন রেকর্ড গড়ার জন্য ঠিক ইউটিউব এর প্রথম দিনের জার্নিতেও রেকর্ড গড়েছেন।
A present for my family ❤️ Thank you to all the SIUUUbscribers! ➡️ https://t.co/d6RaDnAgEW pic.twitter.com/keWtHU64d7
— Cristiano Ronaldo (@Cristiano) August 21, 2024
ইউটিউবের নিয়ম অনুযায়ী কোন ইউজারের যদি ১ লক্ষ সাবস্ক্রাইবার হলে সিলভার প্লে বাটন , ১০ লক্ষ হলে গোল্ডেন এবং এক কোটি হলে ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। ২১শে আগস্ট CR7 তার X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি YOUTUBE এর পক্ষ থেকে আসা গোল্ডেন প্লে বাটনের আনবক্সিং করছেন এবং তার সাথে রয়েছে তার গোটা পরিবার, সকলেই খুব আনন্দিত দেখা যাচ্ছিল সেই ভিডিওতে।
এমনি তো সামাজিক মাধ্যম গুলিতে CR7 খুবই জনপ্রিয়। তার ফেসবুক ফলোয়ার সংখ্যা ১৭০ মিলিয়ন , এক্স হ্যান্ডেল এ রয়েছে ১১২.৬ মিলিয়ান, এবং তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৬৩৬ মিলিয়ন।