জামা কাপড়, খাওয়ার এবং শাক সবজির মত ঘরে বসে পাওয়া যাবে সূর্যের আলো।
অম্বিকা কুন্ডু,কলকাতা
সমাজ এখন অনেক উন্নত হয়েছে। সৃষ্টি হয়েছে নতুন নতুন অনেক কিছু। আগে যেমন আমাদের দোকানে গিয়ে জামা কাপড় কিনতে হতো কিন্তু এখন ফোনের মধ্যে থেকেই আমরা একটা ক্লিকের মাধ্যমেই নিজেদের পছন্দ সহিত জামা কাপড় পেয়ে যাই ঘরের দরজায়। শুধু কি জামা কাপড়? পেয়ে যাই বাজার মাছ মাংস এমন কি ইচ্ছা অনুযায়ী রান্না করা খাওয়ার পর্যন্ত ঘরের দরজায় পেয়ে যাই। ঠিক তেমনি এখন পাওয়া যাচ্ছে সূর্যের আলো, তাও আবার রাতের অন্ধকারে নিজের ইচ্ছা অনুযায়ী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। ভিডিওতে একজন কনটেন্ট ক্রিয়েটর একটি নতুন সংস্থার কথা সকলকে জানাচ্ছেন। সেই সংস্থাটির নাম reflect orbital । এই সংস্থাটি রাত্তিরেও সূর্যের আলো পৌঁছে দিয়ে থাকে।
https://www.reflectorbital.com
রাতে সূর্যের আলো পৌঁছে দেওয়ার জন্য এই সংস্থাটি পৃথিবীর চারিদিকে মীরর স্যাটেলাইট স্থাপন করেছে। যেই স্যাটেলাইট গুলি পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণমান। যখন কেউ সূর্যের আলো অর্ডার করেন তখন এই সংস্থার স্থাপিত মীরর গুলি সাহায্যে ওই বিশেষ স্থানে সূর্যের আলো পৌঁছে যাবে।