অম্বিকা কুন্ডু, কলকাতা
আর মাত্র ৩-৪ দিন পার হলেই সম্পূর্ণ এক মাস পূর্ণ হবে। তিলোত্তমা এখনো ন্যায় বিচারহীন। এই ১ মাস ব্যাপী গোটা রাজ্যের প্রতিটি ঘরের মা-বোনেরা অপেক্ষায় রয়েছে তাদের বোনের ন্যায় বিচারের। প্রশাসনের পক্ষ থেকে দোষী বা দোষীদের কে শাস্তি দেওয়া হয়নি বলে রাজ্যের জনগণ বড়ই উত্তপ্ত হয়ে রয়েছে। এরি মাঝে একজন দাদা তার বোন “তিলোত্তমার” সঠিক বিচার না হওয়ার কারণে রাজ্য চারুকলা পর্ষদের “কার্যকরী সদস্য পদ” ত্যাগ করেছেন।
তিলোত্তমার এই দাদাটির নাম “সনাতন দিন্ডা”।
সনাতন দিন্ডা তার ফেসবুক পেজে লিখেছেন “আমি সনাতন দিন্ডা । পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা , মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা , বোন নিহত ‘ তিলোত্তমা’দিন্ডা । আদি নীবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব।দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম । দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না । তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম”
এভাবেই রাজ্যের বহু মানুষ তাদের প্রতিবাদ জানাচ্ছেন। ক্লাব অনুদান ফিরিয়ে দিয়ে, কেউ সরকারি কার্যকরী সদস্য পদত্যাগ করে, কেউ পুরস্কার এবং পুরস্কৃত টাকা ফিরিয়ে দিয়ে। রাজ্যবাসীর এখন চাহিদা শুধু ন্যায় বিচারের। আমরা সকলেই অপেক্ষায় রয়েছি কবে আসবে ওইদিন যেদিন আমরা দেখতে পাবো আসল অপরাধীকে তার প্রাপ্য শাস্তি পেতে।