অম্বিকা কুন্ডু, কলকাতা
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ডায়ালাইসিস যন্ত্র উদ্বোধন করতে এসেছিলেন তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং সেখানে আরজিকর ঘটনা সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি সেই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। এবং এর সাথে তিনি বলেছেন রাজ্যে মেয়েরা সুরক্ষিতভাবে বাঁচতে না পারলে রাজ্য সরকারের পক্ষ থেকে মেয়েদের জন্য যেসব প্রকল্প চালু করা হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার ইত্যাদি, এই সবই অর্থহীন হয়ে পড়বে।
উনি বলেছেন ‘‘আর জি করে যা হয়েছে খুবই দুঃখজনক, নিন্দনীয়। তার প্রতিবাদ করাই উচিত। সাধারণ মানুষ সেই আবেগ থেকেই পথে নেমেছেন। আমাদের নিশ্চিত করতে হবে, আর কারও সঙ্গে যেন এমন না হয়। ধর্ষকেরা এই অপরাধ করার আগে যেন ভয় পায়। এটা তো শুধু বাংলা বা অন্য কোনও রাজ্যের বিষয় নয়, এটা সারা দেশের বিষয়। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর কোনও মানেই নেই, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না পারি।
কেন্দ্রের উচিত এখনই সর্বদল বৈঠক ডাকা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসা। ধর্ষণ আটকাতে এবং ধর্ষকের শাস্তি ঠিক করতে আলোচনা হোক। দেশের সংবিধানে কঠোর নিয়ম আসা উচিত। ধর্ষণবিরোধী বিল আনা দরকার। আমাদের দেশে নারীদের জন্য এত প্রকল্প। তা সত্ত্বেও আমরা নারীদের রক্ষা করতে পারছি না। দেশে প্রতি দিন ধর্ষণ হচ্ছে