অম্বিকা কুন্ডু, কলকাতা:
বৃহস্পতিবার ভোর ৪ঃ৫৫ মিনিটে মন্দিরে মঙ্গল আরতির সময় কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ব গৃহে আগুন লাগে। সর্বপ্রথম আগুন ভক্তরাই দেখে। গর্ভ গৃহের দক্ষিণ দিকে প্রবেশদ্বারের কাছে থাকা ভক্তবৃন্দ এবং সেয়াতরাই প্রথম আগুন দেখতে পান।
আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয় হুড়োহুড়ি পড়ে যায়। ভোলেনাথের কৃপায় অগ্নিকাণ্ডে কোন বড়সড়ক ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতিকে সামলানোর জন্য ঘটনাস্থলে আসে পুলিশ। আগুন দেখতে পাওয়া মাত্রই মন্দিরের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। বৃষ্টির জন্য শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে মনে করা হয়।
প্রাথমিক তদন্তের পর জানা যায় মন্দিরের স্বর্ণের চূড়ায় থাকা বৈদ্যুতিক তারের কারণে শর্ট সার্কিট হয় এবং তা থেকেই আগুন লাগে মন্দিরে এবং মন্দিরে বুলঙ্গিতেও।
আগুন লেগে যাওয়ার ফলে কিছু সময়ের জন্য দক্ষিণ ফটক থেকে দর্শন এবং পূজা ব্যাহত হয়।