অম্বিকা কুন্ডু, কলকাতা:
অনুব্রত মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মন্ডল পিতৃ পক্ষের শেষের আগেই জামিন পেলেন।তার কন্যা জেল মুক্তি হয়েছে।
বেশ কিছুদিন আগে ইডি এর কাস্টাডি থেকে জামিন পেয়েছিলেন অনুব্রত মন্ডল এইবার সিবিআই এর থেকেও জামিন পেলেন। জামিন পেলেও এখনো জেল মুক্তি হয়নি তার, সম্ভবত আগামীকাল জেল থেকেও মুক্তি পাবেন উনি।
২০২২ সালের গরু পাচার এবং অর্থনৈতিক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন উনি।
জেল মুক্তি পেয়ে পুজো কাটাবেন বাবা ও মেয়ের বীরভূমে। পুজোর পর ফিরবেন বোলপুরে।
এতদিন জেল বন্ধ থাকলেও পার্টির সভাপতির পদ যায়নি তার। জেল বন্ধী অবস্থাতেও পার্টির কর্মীরা তার সঙ্গে যোগাযোগ স্থাপন রাখতেন। এককথায় বলা চলে পার্টির হাত সর্বদা তার মাথায় ছিল।পার্টি পক্ষ থেকে তাকে কখনোই সরিয়ে ফেলা হয়নি।

বিশেষ খবর
রেলের রাজার জন্মদিন!২৫ বছরে রাজকীয় সফরের রজত মুহূর্ত।রাজধানী এক্সপ্রেসকে ঘিরে শিয়ালদহে উৎসবের ঢেউ!
২৫ বছর পূর্ণ করল শিয়ালদহ-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস। রজতজয়ন্তী উপলক্ষে শিয়ালদহ স্টেশনে জমকালো আয়োজন, যাত্রীদের জন্য বিশেষ মেনু ও স্মারক উপহার। রেলের গর্ব হয়ে উঠেছে এই ট্রেন।