অম্বিকা কুন্ডু, কলকাতা
বিশিষ্ট নাট্যকার, নাট্যনির্দেশক ও অভিনেতা মনোজ মিত্র গতকাল থেকে বেরোবার সামাজিক মাধ্যমে শিরোনামে রয়েছে। ২০২৪এ তাকে তিনবার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে।
তাঁর বুকে যান্ত্রিক হৃদয় স্থাপিত করা হয় চলতি বছরের জুলাই মাসে।এরপর আগস্ট মাসের শেষে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। এবং এরপর গত শুক্রবার অর্থাৎ ২০শে সেপ্টেম্বরে বুক ব্যথা নিয়ে আবার হাসপাতালে বিধান নগরের হাসপাতালে ভর্তি হতে হন তাকে।
তার শারীরিক সুস্থতা সম্পর্কে তার ভাই সাহিত্যিক অমর মিত্র বরাবরই তার দাদার খবর জনগণকে দিয়ে আসছেন।
এবারেও উনিই মনোজ মিত্র এর শারীরিক অবস্থার কথা সামাজিক মাধ্যমে জানালেন। অভিনেতার অনুরাগীদের উদ্দেশ্যে অমর মিত্র জানিয়েছেন ‘দেখে এলাম। আনন্দে দূর কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে ডেকে উঠলেন, বাবুজি। খুব ভালো আছেন। বাঞ্ছারাম উঠে বসেছে। কাগজ পড়ছে’। হাসপাতাল থেকে জন্য গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার তার জ্ঞান ফিরেছে এবং উনি তার পরিবারের লোকেরা সঙ্গে কথাও বলেছেন। মঙ্গলবার তার শারীরিক উন্নতিও লক্ষ করা গিয়েছে।
পরিবার জানিয়েছে হৃদরোগের সমস্যার পাশাপাশি রক্তচাপও অনিয়ন্ত্রিত ছিল অভিনেতার। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছিল অনেকটাই। পটাশিয়াম -সোডিয়ামও ওঠানামা করছিল। সব মিলিয়ে অবস্থা হয়ে উঠেছিল সঙ্কটজনক। সোমবার হাসপাতাল থেকে পাওয়া অভিনেতার হেলথ বুলেটিন অনুযায়ী, মনোজ মিত্র হাসপাতালে এইচডিইউতে ভর্তি রয়েছেন তিনি। সোমবারও তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজ সহ বেশ কিছু সমস্যায় ভুগছেন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় রক্তচাপ খুবই কমে যায় বর্ষীয়ান অভিনেতার। প্রথম থেকেই আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। রাখা হয় বাইপ্যাপ সাপোর্টে। টানা চারদিন ভেন্টিলেশনে ছিলেন তিনি।
সোমবার সকালেও হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছিল, অভিনেতা সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। এদিন বিকেলে জানা যায় জ্ঞান ফিরেছে তাঁর। মঙ্গলবার উঠে বসেছেন অভিনেতা। তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন এই প্রার্থনাই করছেন অভিনয় জগতে তাঁরা শুভানুধ্যায়ী থেকে শুরু করে অনুরাগীরা।