অম্বিকা কুন্ডু, কলকাতা
কলকাতা মানেই ইতিহাস,আনন্দের শহর। যার অলিতে গুলিতে , রাস্তায় থাকে নস্টালজিয়া। কলকাতার অনেক নস্টালজিয়ার মধ্যে একটি হলো ট্রাম। এই ট্রামকে ঘিরে কত গান,কবিতা ও কত ইতিহাস রচিত আছে। আর এই ১৫০বছরের ঐতিহ্য বাহি ট্রামের কলকাতার রাস্তায় চলার মেয়াদ ফুটিয়ে এসেছে। আর কলকাতার রাস্তায় গড়াবে না ট্রামের চাকা। পরিববন মন্ত্রী জানিয়েছেন রাস্তা ঘাটের দূর্ঘটনা ও যানজট এড়াতেই বিশেষত এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে শুধুমাত্র মডেল হিসাবে ১টি রুটেই চলবে ট্রাম।
আর এই শহরে শোনা যাবেনা ১৫০ বছরের পুরোনো সেই ট্রামের চাকা গড়ানোর আওয়াজ। সময় পরিবর্তনের সাথে সাথেই মানুষ করিয়েছে ট্রামে করে যাতায়াত করা। দ্রুত সময়ের সাথে পাল্লা দিয়ে চলার কারণে এই ধীরগতি সম্পন্ন ট্রামে চলাচল বন্ধ হতে চলেছে। আগে তাদের যাতায়াতের জন্য কলকাতার বুকে ২টি রুট ছিল একটি রুট ছিল বালিগঞ্জ -ধর্মতলা, অপরটি ছিল শ্যামবাজার- ধর্মতলা। আর সেই রুটে দেখা যাবেনা তাকে। এমনকি রাস্তায় থাকা ট্রাম লাইনগুলোও তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন। তবে পরিবহণ মন্ত্রী কলকাতার ঐতিহ্যের স্মৃতি ধরে রাখতে পর্যটকদের জন্য একটি সুন্দর করে সাজানো হেরিটেজ ট্রাম চালানো হবে।
ট্রাম ও ট্রামলাইন তুলে নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যাঁরা কলকাতায় আসবেন তাঁরা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত। বাকি কোনও রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি। যান বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রান চালানো অসম্ভব।”