Home » তোলাবাজির অভিযোগে FIR দায়ের হল দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে।

তোলাবাজির অভিযোগে FIR দায়ের হল দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে।

অম্বিকা কুন্ডু(কলকাতা), নয়া দিল্লি
তলাবাজির অভিযোগে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট ।সুপ্রিম কোর্ট যে নির্বাচনী বন্ডকে অসংবিধানিক ঘোষণা করেছে, সেই নির্বাচনী বন্ডের মাধ্যমে নির্মলা জোরপূর্বক চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই FIR দায়েরের নির্দেশ এসেছে।
‘জনাধিকার সংঘর্ষ সংগঠনে’র আদর্শ নির্মলা সীতারাম আইয়ারের সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকজন তাদের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে অর্থমন্ত্রী এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে ‘২০১৯ এবং ২০২২ সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে মোটা আদায় দায়ের করা হয়। এক ওষুধ প্রস্তুত সংস্থাকেও বাধ্য করা হয় মোটা টাকা চাঁদা দিতে।’ প্রভাবশালী অনেকে এই জুলুমবাজির সঙ্গে যুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর দফতরের অপব্যবহার করেছেন নির্মলা। নির্বাচনী বন্ডের মাধ্যমে দলের সিন্দুক ভরেছেন তিনি। তোলাবাজির গুরুতর অভিযোগ রয়েছে এবং এতে কঠোর সাজা হওয়া উচিত বলে দাবি করেছেন আদর্শ। SBI প্রকাশিত নথিপত্র থেকে আরও অনিয়ম সামনে এসেছে বলেও দাবি তাঁর।

আদালতের নির্দেশে তিলোকনগর থানার পুলিশ নির্মলা এবং বাকিদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়।
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ‘নির্মলা সীতারাম আইয়ারের’ পদত্যাগের দাবি করেন এবং আসন্ন তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথাও জানিয়েছেন। সিদ্দারামাইয়া বলেন “কেন্দ্রীয় মন্ত্রী উনি। তোলাবাজির অভিযোগে FIR দায়ের হয়েছে। বিজেপি ওঁকে পদত্যাগ করতে বলবে তো?”
MUDA মামলার প্রসঙ্গ টেনে সিদ্দারামাইয়া বলেন “17A দুর্নীতির প্রতিরোধ আইন অনুযায়ী, তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দেওয়া উচিত। আমার বেলায় তো আদালত নির্দেশ দিয়েছিল। রাজ্যপাল 17A ধারায় তদন্তের নির্দেশ দেন এই মর্মে। ওঁদের বেলাতেও হবে তো? প্রধানমন্ত্রীরও তো পদত্যাগ করা উচিত! নির্মলা সীতারামন পদত্যাগ করুন,জামিনে মুক্ত কুমারস্বামীও পদত্যাগ করুন।”
২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি সরকারের চালু করা নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!