Home » সব বাঙালি বাংলাদেশী – হাওড়া মেট্রো স্টেশনে ক্ষুব্ধ বাঙালি যাত্রীরা।

সব বাঙালি বাংলাদেশী – হাওড়া মেট্রো স্টেশনে ক্ষুব্ধ বাঙালি যাত্রীরা।

এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশিদের নিয়ে বিতর্ক বেশ চরমে। এরই মধ্যে আজ হাওড়া মেট্রো স্টেশনে ঘটে গেলো এমনই এক কান্ড।

মেট্রো স্টেশনে টিকিট কাটার দীর্ঘ লাইন আমরা হামেশাই দেখতে পাই। আর সেখানে খুচরো টাকা নিয়ে বিবাদ ও নতুন কিছু নয়। কিন্তু আজ বিবাদ থেকে বিতর্কে চলে আসে হাওড়া মেট্রো স্টেশনের কর্মী অভিষেক কুমার আনন্দ।

অন্যদিনের মতো অভিষেক কুমার আনন্দ টিকিট কাউন্টারে টিকিট বিতরণ করছিলেন। এরই মধ্যে এক যাত্রীর সাথে বিতর্কে জড়িয়ে পড়েন এবং একই সাথে সকল বাঙালিদের বাংলাদেশী বলে অভিহিত করেন। এখানেই সব বাঙালি যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবাদ শুরু হয়। বাংলায় থেকে অবাঙালি হয়ে কিকরে বাঙালিদের কে বহিরাগত বা বাংলাদেশী বলতে পারেন অভিষেক কুমার আনন্দ?

সাথে সাথেই ভাইরাল হয় সেই ভিডিও। এই নিয়েই ইতিমধ্যেই উস্মা প্রকাশ করছেন বাংলা পক্ষের শীর্ষ নেতৃত্ব গর্গ চ্যাটার্জী। দাবী তুলেছেন, বাংলার বাঙালি বেকার দের বা চাকরিপ্রার্থী দের এই সব পদে অগ্রাধিকার দেবার।

যদিও এই নিয়ে মেট্রো কতৃপক্ষ এখনো কোনো রকম প্রতিক্রিয়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!