এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশিদের নিয়ে বিতর্ক বেশ চরমে। এরই মধ্যে আজ হাওড়া মেট্রো স্টেশনে ঘটে গেলো এমনই এক কান্ড।
মেট্রো স্টেশনে টিকিট কাটার দীর্ঘ লাইন আমরা হামেশাই দেখতে পাই। আর সেখানে খুচরো টাকা নিয়ে বিবাদ ও নতুন কিছু নয়। কিন্তু আজ বিবাদ থেকে বিতর্কে চলে আসে হাওড়া মেট্রো স্টেশনের কর্মী অভিষেক কুমার আনন্দ।
অন্যদিনের মতো অভিষেক কুমার আনন্দ টিকিট কাউন্টারে টিকিট বিতরণ করছিলেন। এরই মধ্যে এক যাত্রীর সাথে বিতর্কে জড়িয়ে পড়েন এবং একই সাথে সকল বাঙালিদের বাংলাদেশী বলে অভিহিত করেন। এখানেই সব বাঙালি যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। প্রতিবাদ শুরু হয়। বাংলায় থেকে অবাঙালি হয়ে কিকরে বাঙালিদের কে বহিরাগত বা বাংলাদেশী বলতে পারেন অভিষেক কুমার আনন্দ?
At Howrah Metro Station in Bengal, Avishek Kumar Anand, Hindi speaking Anti-Bengali racist Metro employee calls a Bengali customer of West Bengal as "Bangladeshi" & says "All Bengalis are Bangladeshi". @BanglaPokkho demands arrest of criminal. Why locals not given Metro jobs? pic.twitter.com/QLbcByFNMN
— Garga Chatterjee (@GargaC) December 17, 2024
সাথে সাথেই ভাইরাল হয় সেই ভিডিও। এই নিয়েই ইতিমধ্যেই উস্মা প্রকাশ করছেন বাংলা পক্ষের শীর্ষ নেতৃত্ব গর্গ চ্যাটার্জী। দাবী তুলেছেন, বাংলার বাঙালি বেকার দের বা চাকরিপ্রার্থী দের এই সব পদে অগ্রাধিকার দেবার।
যদিও এই নিয়ে মেট্রো কতৃপক্ষ এখনো কোনো রকম প্রতিক্রিয়া দেননি।