টেলিভিশন দুনিয়ায় বাংলা বিনোদন জগতের শেষ কথা ষ্টার জলসা। যারা পাল্টে দিয়েছে বাঙালির বিনোদনের মান। আজ বাংলার প্রতিটি ঘরের মা বোনেদের সব থেকে পছন্দের ধারাবাহিক গুলি একাধিপত্যের সাথে পরিবেশন করছে ষ্টার জলসা। তবে বাংলা ধারাবাহিক প্ৰিয় বাঙালির কাছে এবার একটা মন খারাপর খবর। শেষ হতে চলেছে আপনাদের প্ৰিয় ধারাবাহিক “হরগৌরী পাইস হোটেল”।
হরগৌরী পাইস হোটেলের যাত্রা পথ শুরু হয়েছিল ১২ই সেপ্টেম্বর ২০২২, ষ্টার জলসা ছাড়াও এই ধারাবাহিক সমান জনপ্রিয় ছিলো ডিজিটাল প্লাটফর্ম ডিজনি + হটস্টার এ।
প্রধান চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়। এছাড়াও অভিনয় করছেন মিঠু চক্রবর্তী, সুরভী মল্লিক, জিষ্ণু ভট্টাচার্য, সৌম্যদীপ সিংহ রায়, তানিয়া রায়, অরুণাভ দে, সৌমি ব্যানার্জী, শ্রেয়া চট্টোপাধ্যায় সহ আরো অনেকেই।
ধারাবাহিক টির প্রযোজনা করেছিলেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। প্রায় আড়াই বছর ধরে এই দৈনিক ধারাবাহিক মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।
আগামী ২৬শে জানুয়ারি শেষ এপিসোড সম্প্রচারিত হতে চলেছে শেষ বারের মতো। তাই অবশ্যই দেখতে ভুলবেন না।