হ্যাঁ ঠিকই পড়ছেন। বিদ্যার দেবী সরস্বতী, আজ যার আরাধনার দিন সেই দেবী সরস্বতী কে নিয়েই বহুল প্রচারিত এবং দেশের প্রথম সারির একটি দৈনিক মাধ্যম কে এরকমই নাকি বলেছিলেন কলকাতার অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য।
অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য ছোট পর্দায় আসেন ধারাবাহিক রাজা আর গজা নামক একটি কমেডি ধারাবাহিক এর মাধ্যমে। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাংলা ধারাবাহিক ছাড়াও সাম্প্রতিক কালে বাংলার বেশ বড় বড় প্রযোজনা সংস্থার সিনেমা তে অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য কে দেখা যায় বেশ প্রয়োজনীয় চরিত্রে।
আজ সরস্বতী পুজো। বাংলার অন্যতম ঐতিহ্যর অন্যতম পার্বন। যেদিন টাকে, শুধু বাঙালিরাই নয় সমগ্র শিক্ষিত দেশবাসী তাঁদের বিদ্যাদেবী কে আরাধনা করে থাকেন। বিদ্যার পাশাপাশি দেবী সরস্বতী কে সমগ্র সনাতনী হিন্দুরা সঙ্গীতের ও অন্যান্য শিল্পের দেবী বলেও আরাধনা করে থাকেন। কিন্তু অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার প্রকাশ করে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম যেখানে নাকি অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য বলেছেন ” পুরানে সরস্বতী কামেরও দেবী, বাঙালি সমাজের দক্ষিন্যে শুধুই বিদ্যা বিলোলেন। “। যদিও এই সংবাদ টি প্রকাশিত হবার পরেই সেটিকে বদলে দেওয়াও হয়। কিন্তু তার আগেই ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট।
এই নিয়ে সমগ্র নেটিজেন থেকে শুরু করে রাজ্যের বিরোধী দল প্রতিবাদ করতে শুরু করছেন।
এই লোকটার নাম অম্বরীষ ভট্টাচার্য ? এই হরিদাস পালের নাম জীবনে শুনিনি, তার তত্ত্বের তো কথাই নেই ! তবে দুরারোগ্য যৌনরোগে মৃত লেনিন আর নরপিশাচ গণহত্যাকারী স্তালিনের চ্যালাদের কাছে এরকম উক্তি অপ্রত্যাশিত নয় । pic.twitter.com/bpp25c7ozs
— Tathagata Roy (@tathagata2) February 2, 2025
বাঙালির সরস্বতী পুজোর দিনে, বরং বলা ভালো বাঙালির ভ্যালেন্টাইন্স এই বিপাকে পড়লেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। এখন এই উল্লেখিত বক্তব্য আদৌ অভিনেতা অম্বরিশ ভট্টাচার্যের ছিলো নাকি প্রথম সারির সংবাদ মাধ্যমের সম্পাদকের ভুল এ নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য।