তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র কটাক্ষের মুখে পড়লেন একদা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা মুকুল রায়। বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েনের মাঝে অভিষেক মন্তব্য করেছেন, “মুকুলবাবু তৃণমূলের হয়ে কাজ করছেন। ওঁর হাত ধরে যাঁরা যাচ্ছেন (বিজেপিতে), তাঁরাই ফিরে আসছেন তৃণমূলে।” পাশাপাশি, তিনি মুকুল রায়কে ‘মেড ইন চায়না চাণক্য’ বলেও কটাক্ষ করেন।

অভিষেকের এই বক্তব্যের পর মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় কোনো প্রতিক্রিয়া জানাননি। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনরা কটাক্ষ করে লিখছেন, ‘বেটা বেটা হো তো অ্যায়সা’, implying যে বাবার অপমানের পরও শুভ্রাংশুর নীরবতা অবাক করার মতো।

উল্লেখ্য, মুকুল রায় বর্তমানে গুরুতর অসুস্থ এবং কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শুভ্রাংশু জানিয়েছেন, তাঁর বাবা ভেন্টিলেশনে রয়েছেন এবং শারীরিক অবস্থা সংকটজনক। এই পরিস্থিতিতে অভিষেকের কটাক্ষ ও শুভ্রাংশুর নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে।