অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স রোমান্টিক-কমেডি পারিবারিক বিনোদনমূলক সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ নিয়ে আসছে
৮ই মার্চ, ২০২৫: নারী দিবসের বিশেষ উপলক্ষ্যে, অভিনেতা অঙ্কুশ হাজরা-র প্রযোজনা সংস্থা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স গর্বের সঙ্গে প্রকাশ করল পরিচালক সুমিত-সাহিল পরিচালিত আসন্ন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর অফিসিয়াল পোস্টার।
সিনেমার গল্প এক চতুর কিন্তু হতভম্ব যুবক ঝন্টুকে (অভিনয়ে অঙ্কুশ হাজরা) কেন্দ্র করে, যে তার চারপাশের নারীদের বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়। সে এক হাস্যকর, মজাদার যাত্রায় বেরিয়ে পড়ে—শুধু এই উপলব্ধি করতে যে, নারীদের বোঝাই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ!
এই পারিবারিক বিনোদনমূলক সিনেমা সম্পর্কে অঙ্কুশ হাজরা বলেন, “আমার অভিনয়জীবন শুরু হয়েছিল অ্যাকশন-প্যাকড কমেডি পরিবারকেন্দ্রিক সিনেমা দিয়ে। আমাদের শেষ ছবি মির্জা ছিল একটি অ্যাকশন-ড্রামা, আর এবার আমরা ফিরিয়ে আনছি একটি রোমান্টিক-কমেডি পারিবারিক বিনোদন।
আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমার পরবর্তী প্রজেক্ট ‘নারী চরিত্র বেজায় জটিল’।”
অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন সহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপশিতা মুখার্জি।
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স প্রযোজিত ও সুমিত-সাহিল পরিচালিত ‘নারী চরিত্র বেজায় জটিল’ বর্তমানে শুটিং ফ্লোরে রয়েছে এবং শীঘ্রই বড় পর্দায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে।