মুম্বই হামলার অভিযুক্ত তাহাওওর রানা ফের আলোচনায়। আমেরিকার আদালতে নিজের আইনজীবী নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত।
২০০৮ সালের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাওওর রানা ফের একবার সংবাদ শিরোনামে। বর্তমানে আমেরিকায় আটক থাকা রানা সম্প্রতি আদালতে জানিয়েছেন, তিনি এমন কোনও আইনজীবী চান না যিনি কেবল এই মামলার মাধ্যমে ‘নাম ও খ্যাতি’ অর্জনের চেষ্টা করবেন।

তাঁর দাবি, “আমি এমন কাউন্সেল চাই যিনি শুধুমাত্র এই মামলার আলোকে প্রচার পেতে চান না, বরং আমার নিরপেক্ষ ও সৎ আইন সহায়তার প্রয়োজন।”
তাহাওওর রানা বর্তমানে আমেরিকায় বন্দি। তাঁর প্রত্যর্পণ চায় ভারত সরকার। ভারতের তরফে স্পষ্ট বলা হয়েছে, ২৬/১১ হামলায় রানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর বিরুদ্ধে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যোগাযোগ এবং হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে বলে দাবি নয়াদিল্লির।
তবে আমেরিকান আইনি প্রক্রিয়ায় কিছু বাধা থাকায় এখনও তাঁকে ভারতে হস্তান্তর করা সম্ভব হয়নি। এর মধ্যেই তাঁর এই মন্তব্য বেশ চাঞ্চল্য তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মত
আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, রানার এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তিনি তাঁর আইনি লড়াইয়ে আরও কৌশলী হতে চাইছেন। একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি আদালতের সহানুভূতি পেতে চাইছেন বা হয়তো তাঁর মামলার গতি বিলম্বিত করতেই এই কৌশল।
উপসংহার:
২৬/১১ হামলার মতো ভয়াবহ ঘটনার বিচার পেতে বহু বছর কেটে গেলেও অভিযুক্তদের নিয়ে বিতর্ক থামছে না। তাহাওওর রানার সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককেই আরও উসকে দিল।