‘গরু দুধ দেয়, গোমূত্রও দেয়, তবে এবার দিলীপ দিচ্ছেন সাত পাকে বাঁধা!’ — সোশাল মিডিয়ায় মজার বন্যা
এইবার কি তবে ‘আইবুড়ো’ উপাধি ঘুচল বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)? ঘুচতে চলেছে বলেই মনে করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর এই ইঙ্গিত তিনি দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স (Twitter) হ্যান্ডেলে। ফলস্বরূপ, রাজ্যের রাজনৈতিক মহলে রীতিমতো চা-চক্রে বিয়ের কেক কাটার জল্পনা!
কুণালের টুইটেই ছড়ালো ‘রেজিস্ট্রি’ রসগোল্লা!
কুণাল ঘোষ টুইট করেন—
সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 17, 2025
এই একটি টুইটেই বাংলার রাজনীতিতে ‘বিয়ের বাজনা বাজলো রাজনীতির কানে’।

পাত্রী কে? বিজেপির দক্ষিণ কলকাতার ‘লৌহকন্যা’?
খবর সূত্রে জানা গেছে, দিলীপ ঘোষের পাত্রী হিসেবে উঠে আসছে রিঙ্কু মজুমদার নাম। বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা নেত্রী হিসেবে পরিচিত রিঙ্কুর সঙ্গেই নাকি দিলীপ দিচ্ছেন গাঁটছড়া। এমনকি, দিলীপ ঘোষের মা ও ভাই ইতিমধ্যেই তার বাড়িতে এসে গেছেন, এবং বিয়ের রেজিস্ট্রির জন্য বাড়িতেই চলছে প্রস্তুতি।
সংঘ পরিবার বিপাকে! ‘প্রচারক’ কি তবে এবার ‘ঘরজামাই’?

তবে দিলীপের এই বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছে আরএসএস-এর ‘সন্ন্যাসী’ আদর্শ। সংঘ পরিবারের মতে, যারা প্রচারক হন, তারা ব্রহ্মচর্য মেনে চলেন— বিয়ে সেখানে প্রায় ব্রহ্মলঙ্ঘন! তাই দিলীপ ঘোষ যদি সত্যিই বিয়ে করেন, তাহলে তা সংঘের নিয়মেরও অমান্য।
জানা গেছে, দিলীপকে ‘রুখতে’ শেষ চেষ্টা হিসেবে জেপি নাড্ডা দিল্লি থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন। তবে দিলীপ ঘোষ তো ‘গরুর দুধ’ খেয়ে তৈরি রাজনীতিবিদ— নিজের সিদ্ধান্তে অনড় তিনি।
রাজনীতি না রঙ্গমঞ্চ? কটাক্ষের পালা শুরু
তৃণমূলের আরেক নেতা খোকন দাস কটাক্ষ করে বলেন,
“দিলীপ ঘোষ বিয়ে করলে স্ত্রী ধোলাই দিতেন।”
অন্যদিকে দিলীপ নিজেই কুণাল ঘোষের টুইটকে ব্যঙ্গ করে বলেন,
“স্বামী-স্ত্রীর ঝগড়া ওর সঙ্গে তুলনা করবেন না, মক ফাইট চলুক!”
‘দিলীপ ঘোষ বিয়ে করছেন’— ট্যাগে ঝড় উঠছে মিম ইউনিভার্সে!
টুইটার-ফেসবুকে ইতিমধ্যেই ট্রেন্ড করছে #DilipGhoshWedding।
কেউ লিখছেন, “কপাল ভালো, হানিমুনে গোমূত্র নিয়ে যাবেন না।”
আবার কেউ বলছেন, “দিলীপদার বিয়েতে RSVP পাঠাবে অমিত শাহ?”
শেষ কথা: ‘চিরকুমার’ দিলীপ কি তবে হেরে গেলেন হৃদয়ের ভোটে?
রাজনীতির কঠিন বৃত্তে ঘুরতে ঘুরতে যদি সত্যিই দিলীপ ঘোষ বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে এটা শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়— বিজেপির পুরোনো কাঠামোর ভেতরেও একটা টেকটনিক শিফট।