কলকাতা, ১ জুন ২০২৫ — জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হলেন। স্ত্রী পিয়া চক্রবর্তী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এই খবরে টলিউডে ছড়িয়েছে আনন্দের জোয়ার। সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ও পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্ত ও সহকর্মীরা।
গোপন বিয়ে থেকে অভিভাবকত্বের যাত্রা

২০২৩ সালের ২৭ নভেম্বর, সকলের নজর এড়িয়ে গোপনে বিয়ে করেছিলেন পরমব্রত ও পিয়া। দুই বছর কাটতে না কাটতেই তাঁরা জানিয়ে দেন, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে পোস্ট করে পিয়া জানান, তাঁরা শিগগিরই বাবা-মা হতে চলেছেন।
সন্তানের জন্ম এবং পরিবারের নতুন অধ্যায়

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, মে মাসের শেষে কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পিয়া। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। যদিও এখনো পর্যন্ত তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবুও কাছের মহল এই খবর নিশ্চিত করেছে।
সন্তানের জন্য বিশেষ পরিকল্পনা

পরমব্রত ও পিয়া দুজনেই বহুবার জানিয়েছেন, তারা তাঁদের সন্তানকে শুধুমাত্র ভালোবাসায় নয়, সচেতন সামাজিক পরিবেশে বড় করতে চান। এজন্যই তাঁরা শহরের ব্যস্ততা থেকে সরে, একটি শান্তিপূর্ণ পুরনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন, যেখানে শিশু প্রকৃতির মাঝে বেড়ে উঠতে পারে।
টলিউডের শুভেচ্ছা

সন্তানের আগমনে টলিউডে শুরু হয়েছে অভিনন্দনবার্তার ঢল। সুবশ্রী গাঙ্গুলী, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ একাধিক সহকর্মী শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে।
ভবিষ্যতের দিকে নজর
সন্তানের আগমনে নতুন দায়িত্ব ও আনন্দের শুরু। পরমব্রত ও পিয়া তাঁদের সন্তানের মধ্যে মানবিকতা, সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির বীজ বপন করতে চান বলে আগেই জানিয়েছেন। তাঁরা চান সন্তান বড় হোক উদার, সহনশীল ও চিন্তাশীল মানুষ হিসেবে।