আমাদের পথ চলার শুরুর দিন থেকেই, প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসের। সেই কারনেই আমরা এ বছর দুর্গা পুজোয়, কলকাতার ২০০ টি পুজো কমিটি কে সাথে নিয়ে ” শ্রেষ্ঠ ঢাক সম্মান -২০২২” চরম সাফল্যের সাথে উদযাপন করতে পারলাম। আমরা সম্মান জানাতে পেরেছি প্রত্যন্ত গ্রাম থেকে আসা সেই সব ঢাকী শিল্পীদের যাদের ছাড়া শারদোৎসব ভাবা যায় না।
তাই এবার আসন্ন কালী পুজো উপলক্ষে আমাদের নবতম উদ্যোগ ” প্রজ্ঞা দীপ সম্মান – ২০২২”।
কলকাতা নাম করনের পিছনে রয়েছে কালী পুজো বা কালীঘাট কে নিয়ে বেশ কিছু প্রাচিন মিথ। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার দ্বিতীয় বড় উৎসবে আমরা বেছে নেব
1. শ্রেষ্ঠ প্রতিমা
2. শ্রেষ্ঠ মন্ডপ
3. শ্রেষ্ঠ পরিবেশ
প্রতিযোগিতার নিয়মাবলী
1. ফর্মে পুজো কমিটির নাম ঠিকানা গুগল ম্যাপে থাকা চাই। সাথে অন্তত দুই জন সদস্যের নাম ও ফোন নম্বর।
2. বিচার পর্বের সময় মূল তিনটি বিষয় ছাড়াও পুজো কমিটির সদস্যদের, বিচারকদের প্রতি আচার ব্যাবহার বিচারকদের অন্যতম বিচারের অংশ থাকবে।
3. প্রতিযোগিতার ব্যানার পুজো মন্ডপের পাশে ও বিশেষ দৃষ্টি আকর্ষণীয় জায়গায় লাগাতে হবে।
4. বিচারপর্বের সময়, থিম শিল্পীর উপস্থিতি কাম্য।
5. পুজো প্রাঙ্গনের পরিবেশ কতটা নিরাপদ ও স্বাথ্যকর সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানাতে হবে বিচারক দের।
6. বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পাদন করার জন্য, বিচারক দের গাড়ী নিদিষ্ট স্থানে পার্কিং ও দর্শনার্থীদের ভিড় এড়িয়ে নিঃস্পত্তি করার দায় প্রতিযোগি পুজো কমিটির সদস্য দের থাকবে।
অন্য বিশয়ে বিশদ জানতে ফোন করতে পারেন
ক্যামেলিয়া রায় ভট্টাচার্য্য – 8240888460 ( সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত )