বলিউডের জনপ্রিয় আইকনিক মুখ শেফালি জরিওয়ালার জীবন যেন এক ঝলমলে কিন্তু অগোছালো অধ্যায়ের মতো। “কাঁটা লাগা” গানের ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন তিনি। কিন্তু শোবিজের ঝলমলে আলোয় ঢাকা পড়ে যায় এক শিল্পীর ভাঙা সম্পর্ক, মানসিক চাপ এবং শারীরিক সমস্যার লড়াই।


শেফালির জন্ম ১৯৮২ সালে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া থেকে বলিউডের গ্ল্যামার জগতে প্রবেশ, আর তারপরে একের পর এক মিউজিক ভিডিও, মডেলিং প্রজেক্ট এবং জনপ্রিয় রিয়্যালিটি শো Bigg Boss 13-এ অংশগ্রহণ করে ফের চর্চায় আসা — সব মিলিয়ে ছিল উত্থান-পতনের মিশ্র সমীকরণ।


তাঁর মৃত্যু ঘটেছে হৃদরোগে আক্রান্ত হয়ে — মাত্র ৪২ বছর বয়সে। এই বয়সে হার্ট অ্যাটাক ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। চিকিৎসকদের মতে, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত ক্যাফেইন বা সাপ্লিমেন্ট গ্রহণ, ঘুমের অভাব, এবং হরমোনাল ইম্ব্যালান্স — সবই হৃদরোগের আশঙ্কা বাড়ায়।
শেফালির ক্ষেত্রেও এমন কারণগুলির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


শেফালি একাধিকবার নিজের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা প্রকাশ্যে এনেছেন। প্রাক্তন স্বামী হারমিত সিঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের পর নতুন দাম্পত্য জীবন শুরু করলেও, ট্রোলিং ও পাবলিক স্ক্রুটিনি ছিল তার নিত্যসঙ্গী।


আজ শেফালি নেই, কিন্তু রেখে গেলেন এক বিরল ছাপ। একজন নারীর স্বপ্ন, তার সাহসী পথচলা এবং শোবিজ জগতের অদৃশ্য চাপ – সবই যেন মিশে আছে শেফালির জীবনের প্রতিটি স্তরে।
#WATCH | Mumbai: A Police team and a Forensics team arrived at the residence of actress-model Shefali Jariwala, who passed away at the age of 42. Visuals earlier this morning.
— ANI (@ANI) June 28, 2025
Mumbai Police say, "Her body was found at her residence in Andheri area. Mumbai Police received… pic.twitter.com/eu0ZH32TlM