দ্য ইন্ডিয়ান ক্রনিকলস ডিজিটাল ডেস্ক:
জুন মাসের শেষ লগ্নে আবারও দক্ষিণবঙ্গে প্রকৃতির রুক্ষ রূপ। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দ্রুত শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই নিম্নচাপের প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “নিম্নচাপের গতিপ্রকৃতি অনেকটাই ১৭ জুনের মতো। সেবার ব্যাপক বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গে বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবারের পরিস্থিতিও সেই দিকেই এগোচ্ছে।”
🔶 কোথায় কবে কতটা বৃষ্টি?
- রবিবার: দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে ‘কমলা সতর্কতা’।
- সোমবার: পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে জারি থাকবে একই সতর্কতা।
- কলকাতা-সহ আরও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

🌊 সমুদ্র উত্তাল, সতর্ক মৎস্যজীবীরা
সমুদ্রতীরবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

🌡️ তাপমাত্রা ও আর্দ্রতা পরিস্থিতি
- শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
- শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি।
- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ৯৮ শতাংশ।
- গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ১৫.৫ মিলিমিটার।
🌀 শক্তিশালী নিম্নচাপের অভিমুখ ও সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি সোমবার থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বৃদ্ধির ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। ফলে নদীগুলির জলস্তর বেড়ে যেতে পারে এবং প্লাবনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।