Home » কসবাকাণ্ডে গোপন জবানবন্দি, সিসি ফুটেজ, গ্রেফতার রক্ষী ও বিজেপির অন্তর্দ্বন্দ্বে বিতর্কের ঝড়
কসবা আইনের ছাত্রী ধর্ষণকাণ্ডে লালবাজার গঠন করল সিট, তদন্তের গতি বাড়াতে সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। গ্রেফতার নিরাপত্তারক্ষী। অগ্নিমিত্রার মন্তব্যে বিভ্রান্ত বিজেপি, দূরত্ব তৈরির চেষ্টা। সিবিআই নয়, রাজ্য পুলিশের হাতেই তদন্ত চাইলেন তিনি। তৃণমূলের পাল্টা কটাক্ষ, বিজেপির অনুসন্ধান কমিটিও পাঠাল নড্ডা।
Table of Contents
Share Our Blog :
Facebook
WhatsApp
দ্য ইন্ডিয়ান ক্রনিকলস ডেস্ক: কলকাতার কসবা আইন কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবার লালবাজার গঠন করল বিশেষ তদন্তকারী দল (SIT)। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে—গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষীকে, নেওয়া হয়েছে নির্যাতিতার গোপন জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে তদন্ত।
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, প্রথমে তাঁকে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়, এরপর রক্ষীর গার্ডরুমে। সেখানেই ঘটে নৃশংসতা। পুলিশ জানিয়েছে, ইউনিয়ন রুম ও ক্যাম্পাসের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ তদন্তের মূল চাবিকাঠি হতে চলেছে।
এদিকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে কসবাকাণ্ডে ‘সর্বাত্মক আন্দোলন’-এর ডাক দেওয়া হলেও, বিতর্কে পড়েছেন দলের নেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “সিবিআই সফল নয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তদন্ত করুক।” তাঁর এই বক্তব্যকে ব্যক্তিগত মত বলে দূরত্ব তৈরি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
অগ্নিমিত্রার বক্তব্য ঘিরে রণকৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে বিজেপি। যদিও তিনি সাফ করেছেন—“আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, সব সময় সিবিআই চাইব না। পুলিশের কাজ তদন্ত করা, সেটা তারাই করুক।”
এদিকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা কসবাকাণ্ড তদন্তে চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছেন। তাতে রয়েছেন সত্যপাল সিংহ, মীনাক্ষী লেখী, বিপ্লব দেব ও মনন মিশ্র। তাঁদের রাজ্যে এসে সরেজমিনে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, তৃণমূল এই কমিটিকে কটাক্ষ করে বলেছে, “যাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সেখানে বিজেপির অনুসন্ধান কমিটির ভূমিকা কী?”
প্রাডার ‘ভারতীয় অনুপ্রেরণায়’ তৈরি কোলাপুরি চপ্পলের ডিজাইন নিয়ে বিতর্ক এবার আদালতে। বম্বে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, যেখানে দাবি করা হয়েছে—GI ট্যাগপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী নকশার যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ পাক ভারতীয় কারিগরেরা।
জুলাই ও অগস্টে তিনটি নির্দিষ্ট দিনে পৃথিবীর আহ্নিক গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস বিজ্ঞানীদের। এর জেরে দিনের দৈর্ঘ্য কমে যেতে পারে মিলিসেকেন্ডের হিসেবে। সময়ের হিসাবেও দেখা দিতে পারে সূক্ষ্ম পরিবর্তন। কীভাবে ঘটছে এই পরিবর্তন? কী প্রভাব পড়তে পারে ভবিষ্যতে? জেনে নিন বিস্তারিত।
Vivek Ranjan Agnihotri Unveils Powerful Promo for The Bengal Files ‘Never Again USA Tour’ | Premiere Dates Announced Renowned Indian filmmaker Vivek Ranjan Agnihotri, best
আসছে জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘দাদামণি’। ভাইবোনের সম্পর্ক, স্বপ্ন ও সামাজিক পরিবর্তনের কাহিনি নিয়ে শুরু হচ্ছে এই আবেগঘন সিরিয়াল। প্রধান চরিত্রে প্রতীক সেন ও অনুশকা চক্রবর্তী। দেখুন ৭ জুলাই থেকে প্রতিদিন রাত ৮:৩০টায়, শুধু জি বাংলায়।
কসবাকাণ্ডে গোপন জবানবন্দি, সিসি ফুটেজ, গ্রেফতার রক্ষী ও বিজেপির অন্তর্দ্বন্দ্বে বিতর্কের ঝড়
Home » কসবাকাণ্ডে গোপন জবানবন্দি, সিসি ফুটেজ, গ্রেফতার রক্ষী ও বিজেপির অন্তর্দ্বন্দ্বে বিতর্কের ঝড়
Table of Contents
Share Our Blog :
দ্য ইন্ডিয়ান ক্রনিকলস ডেস্ক:
কলকাতার কসবা আইন কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবার লালবাজার গঠন করল বিশেষ তদন্তকারী দল (SIT)। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে—গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষীকে, নেওয়া হয়েছে নির্যাতিতার গোপন জবানবন্দি এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চলছে তদন্ত।
নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, প্রথমে তাঁকে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়, এরপর রক্ষীর গার্ডরুমে। সেখানেই ঘটে নৃশংসতা। পুলিশ জানিয়েছে, ইউনিয়ন রুম ও ক্যাম্পাসের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ তদন্তের মূল চাবিকাঠি হতে চলেছে।
এদিকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে কসবাকাণ্ডে ‘সর্বাত্মক আন্দোলন’-এর ডাক দেওয়া হলেও, বিতর্কে পড়েছেন দলের নেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “সিবিআই সফল নয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তদন্ত করুক।” তাঁর এই বক্তব্যকে ব্যক্তিগত মত বলে দূরত্ব তৈরি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
অগ্নিমিত্রার বক্তব্য ঘিরে রণকৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে বিজেপি। যদিও তিনি সাফ করেছেন—“আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, সব সময় সিবিআই চাইব না। পুলিশের কাজ তদন্ত করা, সেটা তারাই করুক।”
এদিকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা কসবাকাণ্ড তদন্তে চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছেন। তাতে রয়েছেন সত্যপাল সিংহ, মীনাক্ষী লেখী, বিপ্লব দেব ও মনন মিশ্র। তাঁদের রাজ্যে এসে সরেজমিনে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, তৃণমূল এই কমিটিকে কটাক্ষ করে বলেছে, “যাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সেখানে বিজেপির অনুসন্ধান কমিটির ভূমিকা কী?”
More Related Articles
প্রাডার ‘ভারতীয় অনুপ্রেরণায়’ তৈরি কোলাপুরি চপ্পলের ডিজাইন নিয়ে বিতর্ক এবার আদালতে। বম্বে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, যেখানে দাবি করা হয়েছে—GI ট্যাগপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী নকশার যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ পাক ভারতীয় কারিগরেরা।
জুলাই ও অগস্টে তিনটি নির্দিষ্ট দিনে পৃথিবীর আহ্নিক গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস বিজ্ঞানীদের। এর জেরে দিনের দৈর্ঘ্য কমে যেতে পারে মিলিসেকেন্ডের হিসেবে। সময়ের হিসাবেও দেখা দিতে পারে সূক্ষ্ম পরিবর্তন। কীভাবে ঘটছে এই পরিবর্তন? কী প্রভাব পড়তে পারে ভবিষ্যতে? জেনে নিন বিস্তারিত।
Vivek Ranjan Agnihotri Unveils Powerful Promo for The Bengal Files ‘Never Again USA Tour’ | Premiere Dates Announced Renowned Indian filmmaker Vivek Ranjan Agnihotri, best
আসছে জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘দাদামণি’। ভাইবোনের সম্পর্ক, স্বপ্ন ও সামাজিক পরিবর্তনের কাহিনি নিয়ে শুরু হচ্ছে এই আবেগঘন সিরিয়াল। প্রধান চরিত্রে প্রতীক সেন ও অনুশকা চক্রবর্তী। দেখুন ৭ জুলাই থেকে প্রতিদিন রাত ৮:৩০টায়, শুধু জি বাংলায়।
তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ। রহস্যময় বার্তায় উত্তপ্ত রাজনীতি। ২১ জুলাইয়ের আগে কি চমক আসছে?
Explore the complete list of 29 international honors received by PM Narendra Modi, incl. latest awards from Ghana, Cyprus & upcoming Trinida