📄 মূল প্রতিবেদন:
দিল্লি, ২৮ জুন ২০২৫:
তমলুকের বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। বর্তমানে তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চিকিৎসাধীন। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে দেখতে AIIMS-এ যান এবং সাক্ষাৎ পরবর্তী প্রতিক্রিয়ায় জানান, “উনি আগের থেকে অনেকটাই ভালো আছেন, চিকিৎসকরা যথেষ্ট আশাবাদী।”
প্রসঙ্গত, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় অভিজিৎবাবুর অবস্থার অবনতি হলে, তাঁকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে AIIMS-এ স্থানান্তর করা হয়। দিল্লিতে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। AIIMS সূত্রে জানা গিয়েছে, শরীর থেকে অতিরিক্ত ফ্লুইড বার করা হয়েছে এবং রোগীর সাড়া ভালো।
Today, I went to meet with the Hon'ble MP of Tamluk; Shri Abhijit Gangopadhyay at AIIMS New Delhi.
— Suvendu Adhikari (@SuvenduWB) June 28, 2025
I am pleased to share that he is stable.
I pray to Maa Kali for his speedy and full recovery🙏 pic.twitter.com/qqTYsbABLR
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ও মন্ত্রী কিরেন রিজিজু নিয়মিত খোঁজ রাখছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্যের। লোকসভার স্পিকার ওম বিড়লার দফর থেকেও চিকিৎসার আপডেট নেওয়া হচ্ছে প্রতিদিন। AIIMS-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে লোকসভার সচিবালয়।
উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূল অসুস্থতা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ও গ্যাস্ট্রোইনটেস্টিন্যাল সেপসিস। তবে এখন তিনি ICU থেকে সরিয়ে জেনারেল ওয়ার্ডে আছেন এবং শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে।