তৃণমূল বিধায়ক মদন মিত্র তাঁর মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে। কসবার দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায়, অভিযুক্তদের নিয়ে দল যখন কড়া অবস্থানে, তখন মদনের এক প্রশ্ন ঘিরে তৈরি হয় বিতর্ক। তিনি প্রকাশ্যে বলেন, “ওই ছাত্রী একা কেন কলেজে গেল?”
এই মন্তব্য দলের অবস্থানের পরিপন্থী বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। রবিবার, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁর কাছে শোকজ় চিঠি পাঠান। তাতে বলা হয়েছে, তাঁর মন্তব্যে জনসমক্ষে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার প্রসঙ্গেই উল্লেখ্য, কসবার কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীর ধর্ষণের অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের তিন সদস্যর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দল জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে কড়া শাস্তি দেওয়া হবে।
তবে মদন মিত্রের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় সমাজমাধ্যমেও। তৃণমূল জানিয়েছে, সেই মন্তব্য তাঁর ‘ব্যক্তিগত’ এবং দল কোনওভাবেই তা সমর্থন করে না।