কলকাতা | The Indian Chronicles | ৩০ জুন ২০২৫:
তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ তথা প্রাক্তন অধ্যাপক সৌগত রায় (Saugata Roy) বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার তাঁকে ভর্তি করা হয়েছে এবং তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার ও দলীয় মহলে।
চিকিৎসকদের দেওয়া সর্বশেষ মেডিকেল বুলেটিন অনুযায়ী, সৌগতবাবু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন। তিনি কথা বলতে পারছেন না, যদিও মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। তাঁকে রাইলস টিউবের মাধ্যমে তরল খাদ্য দেওয়া হচ্ছে এবং ইউরিনারি ক্যাথেটার ব্যবহার করা হচ্ছে। আপাতত শুধু তরল ও নরম গলনযোগ্য খাবারই তাঁর জন্য নির্ধারিত।

🔍 কী কী শারীরিক জটিলতায় ভুগছেন সৌগত রায়?
- টাইপ-টু ডায়াবেটিস
- উচ্চ রক্তচাপ
- সর্দি-কাশি
- প্রস্রাবের সমস্যা
- কয়েক মাস আগে বসানো পেসমেকার
চিকিৎসক ডঃ মনোজ সাহার নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল টিম ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছে তাঁকে। মাথার সিটি স্ক্যান করা হলেও এখনও পর্যন্ত বড়সড় কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্রে খবর।
🏥 এ বছরেই তৃতীয়বার হাসপাতালে
চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন ৭৮ বছরের এই প্রবীণ সাংসদ। এপ্রিল মাসে এক মন্দির উদ্বোধনের সময় অসুস্থ হয়ে পেসমেকার বসাতে হয়েছিল। তার আগে দিল্লিতে লোকসভা চলাকালীন একবার অসুস্থ হয়ে পড়েন।
তাঁর পরিবার ও ঘনিষ্ঠ মহল সকলকে উদ্বিগ্ন না হতে অনুরোধ করেছে এবং আশ্বাস দিয়েছে, প্রয়োজনীয় সবরকম চিকিৎসা চলছে।