রাজ্য বিজেপির পটপরিবর্তন: সুকান্তের স্থলাভিষিক্ত হচ্ছেন শমীক ভট্টাচার্য, কেন্দ্রের নির্দেশে মনোনয়ন জমা
কলকাতা, ২ জুলাই | The Indian Chronicles:
রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বে বড়সড় রদবদল। সুকান্ত মজুমদারের জায়গায় দলের রাজ্য সভাপতি পদে আসছেন রাজ্যসভার সাংসদ ও বর্ষীয়ান মুখপাত্র শমীক ভট্টাচার্য। দিল্লি থেকে আনুষ্ঠানিক ফোন আসার পরই আজ, বুধবার দুপুর ২টো নাগাদ বিজেপির সল্টলেক দফতরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তিনি। দলীয় সূত্রে খবর, দ্বিতীয় কোনও প্রার্থী না থাকায় শমীকই হচ্ছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সোমবার রাতেই দিল্লিতে শমীককে দায়িত্বের ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা গেছে। বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ দিল্লি থেকে আসে সেই বহুল প্রতীক্ষিত ফোন। সূত্র অনুযায়ী, তাতেই শমীককে রাজ্য সভাপতির মনোনয়ন জমা দিতে বলা হয়।
সোমবার থেকেই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে ছিলেন শমীক। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি নড্ডার বাড়ির বিশেষ আমন্ত্রিত তালিকায়ও ছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি নির্বাচনের দায়িত্বে থাকা রবিশঙ্কর প্রসাদও। সব মিলিয়ে সেদিনই শমীকের নতুন দায়িত্ব পাওয়ার আভাস স্পষ্ট হয়েছিল।
পরিস্থিতির গতিপথ বুঝেই বুধবার সকালে কলকাতায় ফিরে আসেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। এর পরই মনোনয়নপত্র জমা দেওয়া।
দলীয় বিজ্ঞপ্তি অনুসারে, আজ মনোনয়ন স্ক্রুটিনির পর যদি আর কোনও আবেদন না আসে, তাহলে আজই আনুষ্ঠানিক ভাবে শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি ঘোষণা করা হবে। না হলে বৃহস্পতিবারই হবে নির্বাচন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুকান্ত মজুমদারের কার্যকালে সংগঠনের দিক থেকে রাজ্য বিজেপির তেমন অগ্রগতি না হওয়ায় কেন্দ্রের এই সিদ্ধান্ত। শমীকের অভিজ্ঞতা, সংগঠন-কেন্দ্রিক দখল এবং দলের মধ্যে গ্রহণযোগ্যতা তাঁকে এগিয়ে রেখেছে।