❝সন্ত্রাস ছেড়ে সংলাপে ফিরতে চাইছে ইসলামাবাদ? হঠাৎই দুই কুখ্যাত জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার বার্তা বিলাবল ভুট্টো জারদারির!❞
দ্য ইন্ডিয়ান ক্রনিকলস ডেস্ক | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫
২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদ এবং জইশ প্রধান মাসুদ আজ়হারকে ভারতে প্রত্যর্পণ করতে প্রস্তুত পাকিস্তান—এমনই দাবি করলেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী এবং পিপিপি প্রধান বিলাবল ভুট্টো জারদারি।

কিন্তু প্রশ্ন উঠছে—এত ‘হৃদয় পরিবর্তনের’ কারণ কী? সন্ত্রাস বিরোধী মনোভাব, নাকি সিন্ধু জলচুক্তি নিয়ে চাপে পড়ে ভারতের মন পাওয়ার মরিয়া চেষ্টা?
পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বলেছেন, “হাফিজ় ও মাসুদ উদ্বেগজনক ব্যক্তি। ভারতের সঙ্গে আলোচনা এগোলে তাঁদের প্রত্যর্পণ সম্ভব।”
)
একই সঙ্গে তিনি স্বীকার করেন, পাকিস্তানে এই দুই জঙ্গির বিরুদ্ধে কিছু অভ্যন্তরীণ মামলা থাকলেও সীমান্ত পার সন্ত্রাস সংক্রান্ত মামলায় ভারত যথাযথ পদক্ষেপ না করায় জট কাটছে না। তবে ভারতের সদিচ্ছা থাকলে ইসলামাবাদ সহযোগিতা করতে রাজি—এমন বার্তাও দেন বিলাবল।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নরম অবস্থানের পেছনে রয়েছে সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লির কড়া পদক্ষেপ।
➡️ ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়।
➡️ এরপরই ভারত সিন্ধু জলচুক্তি আংশিক স্থগিত করে।
➡️ পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্র, বিশেষ করে সিন্ধ প্রদেশে চরম প্রভাব পড়ে।
➡️ সিন্ধ প্রদেশই পিপিপির ‘গড়’।
ফলে, স্থানীয় ভোট এবং কেন্দ্রীয় চাপ থেকে বাঁচতে ‘প্রত্যর্পণের প্রস্তাব’ আসলে একপ্রকার কূটনৈতিক চাল বলে মত আন্তর্জাতিক মহলের।
- সিন্ধু অববাহিকার ১৩% জলধারা শুকিয়ে গেছে
- উৎপাদন কমবে ২০%
- বিদ্যুৎ উৎপাদন হ্রাসে জিডিপি কমবে ২%
- প্রায় ১২ কোটি মানুষের খাদ্যসংকট হতে পারে
- পরিশুদ্ধ জলের হাহাকার শুরু ৪ কোটির বেশি মানুষের মধ্যে
⚠️ হাফিজ় ও মাসুদের প্রত্যর্পণ সম্ভব?
সেনা ও ISI-র আশীর্বাদপ্রাপ্ত এই দুই জঙ্গিকে ভারতকে হস্তান্তর আদৌ সম্ভব কি? প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন, এত সহজে ‘গোপন আঁতাত’ ফাঁস করতে চাইবে না পাক প্রশাসন।
যদিও আজকের বক্তব্যে উল্টো পথে হাঁটছেন সেই বিলাবলই, যিনি কিছুদিন আগেই বলেছিলেন—“হয় নদীতে জল বইবে, নয়তো রক্ত!”
🔥 রাজনীতির আঁচ:
➡️ বিলাবলের মন্তব্যে ক্ষুব্ধ হাফিজ় পুত্র তালহা সইদ
➡️ তিনি বলছেন, “এই মন্তব্য পাকিস্তানকে গোটা বিশ্বে ছোট করবে”
➡️ ভারতও জলচুক্তি তুলে নেওয়ার সম্ভাবনা নাকচ করেছে
➡️ বিশ্ব ব্যাঙ্কও ভারতের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে