The Indian Chronicles ডেস্ক | ১০ জুলাই ২০২৫
উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ফের বিতর্কে জড়ালেন। এবার তাঁর বিরুদ্ধে সরকারি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। সূত্রের খবর, বুধবার কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (STM) শাশুড়িকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে হাসপাতালের বিভাগীয় প্রধানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিধায়ক। অভিযোগ উঠেছে, চিকিৎসকের কলার ধরে তাঁকে বদলির হুমকি দেন কাঞ্চন। এই ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে।
কী ঘটেছিল হাসপাতালে?
জানা গিয়েছে, বিধায়ক কাঞ্চন মল্লিক স্ত্রী শ্রীময়ীকে সঙ্গে নিয়ে শাশুড়িকে নিয়ে এসেছিলেন STM-এ। হাসপাতালে পৌঁছেই তিনি বিভাগীয় প্রধান ডাঃ মেহবুবার আলমকে বলেন, দ্রুত শাশুড়ির শারীরিক পরীক্ষা করতে হবে। কিন্তু চিকিৎসক জানান, তিনি তখন অন্য এক রোগী দেখছেন। পরীক্ষা শেষ হলে পরবর্তী রোগী হিসেবে কাঞ্চনের শাশুড়িকে দেখবেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। অভিযোগ, তিনি চিকিৎসকের উপর চড়াও হন এবং তাঁর কলার ধরে বদলির হুমকি দেন। ঘটনাটি মুহূর্তেই হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়ায়। উপস্থিত রোগী ও আত্মীয়দের একাংশ বিধায়কের এমন আচরণের প্রতিবাদ জানান।
কী বলছে হাসপাতাল ও স্বাস্থ্যকর্তারা?
হাসপাতালের ডিরেক্টর সুভাশিসকমল গুহ জানিয়েছেন, গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল স্বাস্থ্যভবন। সেই রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে। প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি করবী বড়ালের কথায়, “ঘটনাটি একেবারেই অনভিপ্রেত। একজন জনপ্রতিনিধি হয়ে চিকিৎসকের সঙ্গে এমন ব্যবহার অগ্রহণযোগ্য। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, চিকিৎসকদের সম্মান দিতে হবে। এখানে উল্টো চিত্র দেখা গেল।”

তৃণমূলের প্রতিক্রিয়া
ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “এটি একদমই অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক ঘটনা। কারওর তাড়াহুড়ো থাকলেও চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
বিজেপি নেতার পুরনো প্রসঙ্গ টেনে আনলেন অনেকে
স্মরণযোগ্য, কিছুদিন আগে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধেও নার্সিংহোমে হাঙ্গামার অভিযোগ ওঠে। সেই মামলায় তাঁকে একাধিকবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছিল। এই ঘটনার সঙ্গে কাঞ্চনের ঘটনার তুলনাও করা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।