The Indian Chronicles ডেস্ক | মুম্বই | ১৫ জুলাই ২০২৫
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি এবার জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন। তাঁদের ঘরে এল এক ফুটফুটে কন্যাসন্তান। মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে ন্যাচারাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছে এই ‘স্টার কিড’। মা ও মেয়ে—দুজনেই সুস্থ আছেন বলে সূত্রের খবর।
যদিও এখনও পর্যন্ত এই দম্পতির তরফে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়ে একান্তভাবে জন্মের মুহূর্ত উদ্যাপন করছেন তাঁরা।
সুখবরের পেছনের গল্প:
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমেরের এক রাজকীয় অনুষ্ঠানে সাতপাক ঘোরেন সিদ্ধার্থ-কিয়ারা। সেই বছরের শেষদিকে তাঁদের প্রেমের ফলস্বরূপ সন্তান আগমনের খবরটি এক ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ্যে আনেন তাঁরা। ছবিতে দেখা যায়—দু’জনে হাতে ধরে আছেন ছোট্ট একটি বেবি স্যক্স। ক্যাপশন ছিল, “The greatest gift of our lives… Coming soon.”

শুরুর দিন থেকেই এই জুটিকে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। ‘শেরশাহ’ সিনেমার সেটে তাঁদের প্রেমের সূত্রপাত। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও খোলাখুলি মুখ খোলেননি তাঁরা। অবশেষে বিয়ের পরেও বেশ গোপনীয়তা বজায় রেখেই সন্তান আগমনের দিনটি উদযাপন করলেন কিয়ারা ও সিদ্ধার্থ।
নতুন ভূমিকায় বাবা-মা হলেও অভিনয় জীবনে তাঁরা থেমে নেই। আগামী মাসেই সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে জাহ্নবী কাপুরের সঙ্গে রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’ ছবিতে।
অন্যদিকে, কিয়ারা আডবানির রয়েছে একাধিক হাই-প্রোফাইল প্রজেক্ট। ১৫ আগস্টে মুক্তি পাচ্ছে War 2, যেখানে রয়েছেন হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর। এছাড়া তিনি ছিলেন Don 3-এর জন্য চূড়ান্ত, তবে গর্ভাবস্থার কারণে সেই প্রোজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা যায়।