রায়পুর, ১৮ জুলাই:
ছত্তীসগঢ়ে ফের বড়সড় রাজনৈতিক ভূমিকম্প। কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে জড়িয়ে এবার ইডির জালে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল-এর ছেলে চৈতন্য বাঘেল। শুক্রবার সকালে রাজধানী রায়পুরের ভিলাই এলাকায় বাঘেল পরিবারের বাসভবনে হানা দেয় ইডির একটি বিশাল তদন্তকারী দল। ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয় চৈতন্যকে।

সূত্রের খবর, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে প্রায় ২,১৬১ কোটি টাকার এক বিশাল দুর্নীতির ছক ফাঁস করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে এক প্রভাবশালী ব্যবসায়ী ওয়াসি লাখমা, যিনি মাসে মাসে ঘুষ ও কমিশনের মাধ্যমে তৈরি Proceeds of Crime (POC) হাতিয়ে নিচ্ছিলেন বলে ইডির দাবি। আর সেই চক্রেই নাম জড়িয়েছে চৈতন্য বাঘেলের।
ইডির বক্তব্য, এই কেলেঙ্কারিতে সরকারি নথি বদল, লাইসেন্স পাইয়ে দেওয়া, বেআইনি কমিশন, মদ ব্যবসার ফেক ইনভয়েস সহ বহু অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। ইতিমধ্যেই তদন্তে প্রায় ১,০০০ কোটি টাকার আর্থিক প্রতারণা চিহ্নিত হয়েছে।

চৈতন্যকে গ্রেফতার করা হয়েছে PMLA (Prevention of Money Laundering Act) এর অধীনে, যেখানে আর্থিক তছরুপ ও বেআইনি আয় লুকিয়ে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে।
ভূপেশ বাঘেলের প্রতিক্রিয়া:
এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী নেতাদের বিপদে ফেলা হচ্ছে। ছেলের বিরুদ্ধে অভিযোগ ‘একেবারেই ভিত্তিহীন’ বলে দাবি করেছেন তিনি।
এর আগেও ছত্তীসগঢ়ে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি-সহ একাধিক দুর্নীতির মামলায় তদন্ত চালাচ্ছে ইডি। এবং একাধিকবার ভূপেশ বাঘেল ও তাঁর ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সামনের নির্বাচনের আগে এই গ্রেফতারি রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে।