The Indian Chronicles ডেস্ক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫
বাংলাভাষীদের বিরুদ্ধে বিজেপির ‘সুপরিকল্পিত নিপীড়ন’ এখন আন্তর্জাতিক মঞ্চেও আলোচনার বিষয়। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর একটি বিস্ফোরক রিপোর্ট উদ্ধৃত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন।
তিনি স্পষ্ট লেখেন, “বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার। এখন তা আন্তর্জাতিক মহলের নজরেও এসেছে।”
The internationally reputed and New York-based multi-country NGO Human Rights Watch (HRW) has also now highlighted the issue of harassment, persecution, and illegal deportation of Bengali-speaking people of India by the BJP governments in various States.
— Mamata Banerjee (@MamataOfficial) July 26, 2025
The human rights…
🛑 কোন রাজ্যগুলোতে নিপীড়নের অভিযোগ?
মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, আসাম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লি—এই সব বিজেপি-শাসিত রাজ্যগুলিতে চলেছে এই ‘নির্বিচার নিপীড়ন ও বেআইনি নির্বাসন’। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ ভারতীয় সংবিধান ও গণতন্ত্রের চেতনাকে লঙ্ঘন করে।
🌍 HRW-এর রিপোর্টে কী আছে?
এইচআরডব্লিউ-এর এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন উল্লেখ করেছেন:
“বিজেপি সরকার বাংলা ভাষাভাষী মানুষদের নির্বিচারে দেশছাড়া করে বৈষম্যের আগুন জ্বালাচ্ছে, এমনকি তাদের অনেকে ভারতীয় নাগরিক।”
এই আন্তর্জাতিক সংস্থার মতে, ‘অনিয়মিত অভিবাসন’ মোকাবিলার নামে এই পদক্ষেপগুলি বৈধ নয়, বরং বিদ্বেষপ্রসূত।
🗣️ বাঙালির অধিকার ও ভাষার লড়াই
মুখ্যমন্ত্রীর বার্তায় স্পষ্ট, কেন্দ্রের বিরুদ্ধে এই ‘ভাষাগত বৈষম্য’ নিয়ে ভবিষ্যতে আরও আন্দোলনমুখী রাজনৈতিক অবস্থান নিতে চলেছেন তিনি। বাংলার নাগরিক ও বাঙালি পরিচয়ের প্রতি এই আক্রমণকে “অগণতান্ত্রিক ও অমানবিক” বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী।