তিলোত্তমা ২০২৪ & Bengal's Next Top Kid Model 2024
শারদ সুন্দরী ২০২৩-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই, The Indian Chronicles (theindianchronicles.com) আয়োজন করেছিল তাদের নতুন ও বহুল প্রতীক্ষিত উদ্যোগ — তিলোত্তমা ২০২৪।
এই আয়োজনে বেছে নেওয়া হয়েছিল এমন প্রতিভাবান প্রতিযোগীদের, যাঁরা ২০২৪ সালে পা রাখবেন স্বপ্নের বিনোদন ও বিজ্ঞাপনের জগতে।
তাঁদের উপস্থিতি দেখা যাবে দ্য ইন্ডিয়ান ক্রনিকেলস–এর তিলোত্তমা ম্যাগাজিনে, বিভিন্ন প্রচারমূলক কাজ ও ক্যাম্পেইনে।
তাঁরাই হয়ে উঠেছিলেন বাংলার নতুন ফ্যাশন ও সুগন্ধি ব্র্যান্ডের মুখ।
এই প্রতিযোগীদের গ্রুমিং ও প্রস্তুতির দায়িত্বে ছিলেন কলকাতার খ্যাতনামা মডেল ও মিসেস ইন্ডিয়া ২০২১-এর দ্বিতীয় স্থানাধিকারী সাইনি সরকার, যাঁর হাতে প্রতিটি প্রতিযোগী পেয়েছিলেন নিজেকে গড়ে তোলার এক দুর্দান্ত সুযোগ।







Miss & Mrs শারদ সুন্দরী ২০২৪
কলকাতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো “দ্য ইন্ডিয়ান ক্রনিকেলস শারদ সুন্দরী ২০২৪”, যেখানে বিচার করা হয় নারীর অন্তরের সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে। প্রায় ছয় মাস ধরে প্রস্তুতির পর, মহালয়ার সন্ধ্যায় সরলা রায় মেমোরিয়াল কমিউনিটি হলে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৪০-এর বেশি বিবাহিত, অবিবাহিত ও প্রবীণ নারী, যাঁদের মধ্যে ছিলেন গৃহবধূ, শিক্ষার্থী, চিকিৎসক, আইনজীবী, অভিনেত্রী ও সরকারি কর্মচারীও। প্রশিক্ষণ দেন মডেল পারমিতা ব্যানার্জী এবং সাজসজ্জার দায়িত্বে ছিল ল্যাকমি একাডেমি। বিশেষ অতিথি ও বিচারকদের উপস্থিতিতে, দারুণ উত্তেজনার মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা হয়। মিস বিভাগে বিজয়ী হন স্বরলিপি কর এবং মিসেস বিভাগে বিজয়ী হন শ্রীমতী শুভ্রা ঘোষাল। “জাগো ইচ্ছে, জাগো স্পর্ধা” স্লোগানে শেষ হয় এই হৃদয়ছোঁয়া অনুষ্ঠান।
Articles Links :
Participants Participated : 40+
“শারদ সুন্দরী ২০২৪” (Season 2) বিজয়ীদের নাম:
🏆 মিস বিভাগ (Miss Category):
🥇 প্রথম স্থান (Winner): স্বরলিপি কর
🥈 দ্বিতীয় স্থান: ডাঃ মৌপিয়া বিশ্বাস
🥉 তৃতীয় স্থান: ডাঃ অয়নিকা সাহা
👑 মিসেস বিভাগ (Mrs Category):
🥇 প্রথম স্থান (Winner): শ্রীমতী শুভ্রা ঘোষাল
🥈 দ্বিতীয় স্থান: শ্রীমতী রিঙ্কু শুর ঘোষ
🥉 তৃতীয় স্থান: শ্রীমতী বিপাশা ব্যানার্জী দাস
শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৪
বাঙলার অন্যতম সেরা উৎসব দুর্গোৎসব। যা আর মাত্র একমাস বাকি। চারিদিকে সাজো সাজো রব। বারোয়ারি থিম পুজো থেকে বনেদি বাড়ির পুজো, সব জায়গাতেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রাচীন এই উৎসবে শুধু বাঙালী নয় , বাঙলায় থাকা সব ধর্মের মানুষ মেতে ওঠেন। গ্রাম বাঙলা থেকে শহরের অলি গলি রাজ পথ সেজে ওঠে আলোক সজ্জ্যায় । এই আনন্দ শুধু বাঙলার নয় ছড়িয়ে পড়ে পৃথিবীর নানান প্রান্তে থাকা বাঙালীদের মধ্যেও । দেশে বিদেশে প্রায় সব জায়গা তেই আয়োজন হয় এই দুর্গোৎসবের। প্রতিমা থেকে মণ্ডপ সব জায়গাতেই থাকে শিল্পিদের অনন্য সৃষ্টির ছোঁয়া, এবং সেই কারনেই এবছর
Clubs Participated : 550 +
- অভিনবত্বে সেরা – Javadpur Athletic Club
- জেলার সেরা মন্ডপ – Panshila Thakurbari, Sodpur
- শ্রেষ্ঠ থিম – Beleghata Gandhi Math Friend Circle
- জেলার সেরার সেরা পুজো – Tarapukur Adi Sarbojanin Durgoutsob Committee
- অভিনবত্বে সেরা – Adarsha Pally, Belgharia
- শ্রেষ্ঠ ঢাক – Tala Friends Association
- শ্রেষ্ঠ প্রতিমা। – NEWTOWN CA BLOCK CULTURAL ASSOCIATION









প্রজ্ঞা দীপ সম্মান - ২০২৪
আমাদের পথ চলার শুরুর দিন থেকেই, প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসের। সেই কারনেই আমরা এ বছর দুর্গা পুজোয়, কলকাতার ২০০ টি পুজো কমিটি কে সাথে নিয়ে ” শ্রেষ্ঠ শারদ সম্মান ২০২৪” চরম সাফল্যের সাথে উদযাপন করতে পারলাম। আমরা সম্মান জানাতে পেরেছি প্রত্যন্ত গ্রাম থেকে আসা সেই সব ঢাকী শিল্পীদের যাদের ছাড়া শারদোৎসব ভাবা যায় না।
তাই এবার আসন্ন কালী পুজো উপলক্ষে আমাদের নবতম উদ্যোগ ” প্রজ্ঞা দীপ সম্মান – ২০২৪”।
Clubs Participated : 350 +
- হুগলীর সেরা পুজো শ্রীরামপুর – চাত্রা, মানিক ঘোষ বাগান, আমরা সবাই।
- উত্তর কলকাতার সেরা পুজো – দমদম এম সি গার্ডেন তরুণ সংঘ
- এর দক্ষিণ কলকাতার সেরা পুজো – বেহালা শিবরাম পুরের ফাইভ ষ্টার ক্লাব


