ভারতে শখের ও জীবিকার কারনে ভ্রমনকারীদের অনান্য হোটেলে রাত্রি যাপন ও খাওয়া দাওয়ার খরচা কমানো ও মুহুর্তের মধ্যে মোবাইল অ্যাপের সাহায্যে যেকোন শহরে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল রুম বুকিং এর সুবিধা আনেন রীতেশ আগারওয়াল। অ্যাপের নাম রাখেন OYO যার ব্যাবসা আজ শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়। সাথে সাথেই OYO নব প্রজন্মের যুবক যুবতীদের কাছে জনপ্রিয় তাদের ব্যাক্তিগত মুহুর্ত কাটানোর জন্য। যদিও সে নিয়ে যথেষ্ট ট্রোল হয়ে থাকে মানুষের মধ্যে।
এই রীতেশ আগারওয়াল পিতৃহারা হলেন। সুত্রের খবর অনুযায়ী রীতেশ আগারওয়ালের বাবা রভেশ আগারওয়ালের মৃত্যু হয় গুরুগ্রামের একটি বহুতল বানিজ্যিক আবাসনের ওপর থেকে পড়ে।
খবর পাবার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়না তদন্তে পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে।