ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার ব্লকে ব্যবত্তারহাট পূর্ব গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁদোলদা গ্রামে হলদিয়া দিক থেকে একটি ট্রেন আসছিল। অপরদিকে হাওড়া দিক থেকে একটি ট্রেন হলদিয়ার দিকে যাচ্ছিল। দুটি ট্রেন লাইনের মাঝে দুটি হনুমান আটকে যায়। একটি হনুমান পারাপার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়। অপর হনুমানটি ট্রেনে ধাক্কা খায়। কিন্তু প্রাণে বেঁচে যায়। তাকে এলাকাবাসী উদ্ধার করে নন্দকুমার প্রাণী দপ্তরে নিয়ে আসে সেখানে ডাক্তার না থাকায় তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে তারপরে তারা ওই অসুস্থ হনুমানটিকে বনদপ্তরে নিয়ে যায়। বনদপ্তরের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে হলদিয়া গাড়ুঘাটায় চিকিৎসার জন্য পাঠানো হয়।

সংবাদ ও রাজনীতি
ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ, চমকের অপেক্ষায় রাজনীতি
তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ। রহস্যময় বার্তায় উত্তপ্ত রাজনীতি। ২১ জুলাইয়ের আগে কি চমক আসছে?