দিল্লি, ২ জুলাই ২০২৫:
তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘ চিকিৎসার পর অবশেষে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) থেকে ছাড়া পেলেন। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দেয়। তবে এখনই কলকাতায় ফিরছেন না তিনি। আপাতত দিল্লির সরকারি বাসভবনেই বিশ্রাম নিতে চলেছেন এই প্রাক্তন বিচারপতি।
প্রসঙ্গত, অগ্ন্যাশয়ের (Pancreas) জটিল সমস্যার কারণে কিছুদিন আগে অভিজিৎবাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করার পর চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত দিল্লি স্থানান্তরিত করা হয়। দিল্লির এমস-এ তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

এমসে ভর্তির কিছুদিন পরেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। এক সপ্তাহ আগে তাঁকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত শনিবার অভিজিতের সঙ্গে দেখা করে জানান, তাঁর স্বাস্থ্য এখন স্থিতিশীল।
এই চিকিৎসাজনিত গোটা বিষয়টি তত্ত্বাবধান করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডা এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁরা নিয়মিত অভিজিতের চিকিৎসার খোঁজ নিচ্ছেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
বর্তমানে দিল্লিতে থাকলেও চিকিৎসকদের অনুমতি মিললে আগামী কিছুদিনের মধ্যেই তিনি কলকাতায় ফিরতে পারেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।