বর্ধমান, ১০ জুলাই: ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি। দলের আইটি সেল নেতা আকাশ মল্লিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এবিভিপির নেত্রী স্বর্ণালী সামন্ত। অভিযোগ, আকাশ তাঁকে শ্লীলতাহানি করেছেন। ঘটনার পরে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনেই স্বর্ণালী প্রকাশ্যে নিজের জুতো খুলে আকাশকে ধাওয়া করেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা The Indian Chronicles স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ঘটনার সূত্রপাত কীভাবে তা এখনও স্পষ্ট নয়, তবে বিজেপি ও এবিভিপির অন্দরেই বিতর্ক চরমে। দলীয় নেতৃত্ব এখনো এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। দলীয় মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের দাবি, শ্লীলতাহানির অভিযোগ একেবারে হালকা নয়। জেলা বিজেপির অভ্যন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এই ঘটনা যেন তারই প্রতিফলন।
অন্যদিকে, এবিভিপি সূত্রে খবর, স্বর্ণালী সামন্ত তাঁদের অন্যতম সক্রিয় নেত্রী। তিনি যে সাহসিকতার সঙ্গে ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাতে অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন।
বর্তমানে আকাশ মল্লিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে দলে আলোচনা চলছে বলে সূত্রের খবর।
ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।