Home » AnAbacus স্কুলের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী

AnAbacus স্কুলের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী

গত ২৯শে ডিসেম্বর হয়েগেলো, Anabacus স্কুলের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই নিয়ে দ্বিতীয় বর্ষ। আবদ্ধ পরিবেশের বাইরে গিয়ে খোলা আকাশ আর সর্ষে ক্ষেতের হলুদ সর্ষে ফুলের প্রাকৃতিক পরিবেশে ছিল নাচ গান খেলাধুলো আর পিকনিকের আয়োজন। শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবকরা মিলে এই আয়োজন ছিলো এক মনমাতানো পারিবারিক পরিবেশ যেখানে খোলা মনে সকলে সকলের সাথে আনন্দ করতে পারে। AnAbacus এর এটিই হলো মূল উদ্দেশ্য, আনন্দের সাথে শিক্ষা।

এছাড়াও ছিলো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে ছাত্র ছাত্রীদের বার্ষিক প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয় একই সাথে সংস্থায় কর্মরত শিক্ষিকাদেরও পুরস্কৃত করাহয়।

এবছর AnAbacus এ লেভেল -1 এর প্রথম স্থান অধিকার করছেন অরুনিমা আচার্য্য, দ্বিতীয় স্থান অধিকার করছেন রক্তিম দাস ( মোহন পুর ) ও তৃতীয় স্থান অধিকার করছেন অর্পণ নন্দ।

লেভেল – 2 এর প্রথম স্থান যৌথ ভাবে অধিকার করছেন
আয়ুষী সরকার ( হাবড়া ) ও অরিত্রী পাইন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন একত্রে তিন জন। যথাক্রমে তানিশা মন্ডল, রাজনন্দিনী বেরা ও কৃষিকা জয়সয়াল এবং তৃতীয় স্থানেও যৌথ ভাবে অধিকার করছেন দেবমাল্য পন্ডা ও মেঘাজ মজুমদার।

লেভেল -2A এর প্রথম স্থানে বিজয়ী হয়েছেন জাগৃতি সাহু, দ্বিতীয় স্থানে যৌথ বিজয়ী জ্যোতির্ময় বসাক ও দেবজ্যোতি পরিচ্ছা এবং তৃতীয় স্থানে বিজয়ী হয়েছেন আরাত্রিকা তালুকদার, বান্স মেহতা ও মোনালি দাস।

মাস্টার লেভেলে প্রথম স্থান অধিকার করছেন আয়ুষ পট্টনায়ক, দ্বিতীয় স্থান অধিকার করছেন প্রত্যুষ মন্ডল ও তৃতীয় স্থান অধিকার করছেন অর্ঘ্যদীপ মৈত্র। অন্যদিকে গ্রান্ড মাস্টার লেভেলে প্রথম স্থান অধিকার করছেন শ্রীহান মুখার্জী, দ্বিতীয় স্থান অধিকার করছেন রাজদীপ দেবনাথ ও তৃতীয় স্থান অধিকার করছেন সশ্রীক নন্দী।

এদিন বিজয়ী ছাত্র ছাত্রীদের পাশাপাশি বেস্ট ইন্সট্রাক্টর হিসাবে পুরস্কৃত হলেন অলিভিয়া ভৌমিক, সঞ্চালিনা ঘোষ, দেবস্মিতা দাস সাহু ও বছরের সেরা বেস্ট এমপ্লয়ই হিসাবে পুরস্কৃত হলেন সুস্মিতা রায় ও দুর্গাপদ সাহু।

Best course instructor- Sanchalina Ghosh
Olivia Bhowmick
Debasmita Das Sahoo

এদিন বিজয়ী দের সাথে সংস্থার শিক্ষিকা দের হাতেও পুরস্কার তুলে দিতে উপস্থিত ছিলেন AnAbcus এর শীর্ষ নেতৃত্ব শ্রীমতী অনন্যা মহাপাত্র, শ্রী শ্যামাপদ সাহু, হিল্লোল রায় ও শ্রীমতী সুস্মিতা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!