তারক হরি, বিশেষ প্রতিবেদন | The Indian Chronicles
রেলপথে দেশের গর্ব — বন্দে ভারত এক্সপ্রেস। এবার সেই বন্দে ভারতের স্লিপার সংস্করণ তৈরি হতে চলেছে বাংলার মাটিতে, রোবটের মাধ্যমে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। আর এই নজিরবিহীন উদ্যোগের হাল ধরছে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড।
এই প্রথম বার রোবটিক প্রযুক্তিতে ট্রেন নির্মাণ করতে চলেছে ভারতের কোনও সংস্থা। সূত্র অনুযায়ী, উত্তরপাড়ার ফ্যাক্টরিতে তৈরি হবে বন্দে ভারত স্লিপার কোচ, যেখানে কাজের বড় একটি অংশ রোবটই করবে।
সময় বাঁচবে, কাজ হবে নিখুঁত:
টিটাগড় সংস্থা জানিয়েছে, এই রোবটিক ব্যবস্থায় একদিকে যেমন দ্রুত কোচ তৈরি করা যাবে, অন্যদিকে প্রতিটি ধাপে থাকবে নিখুঁততা। মানে— ট্রেন হবে আরও বেশি নির্ভরযোগ্য ও উন্নত।

৮০টি স্লিপার ট্রেন তৈরির দায়িত্ব পেয়েছে টিটাগড় ও BHEL (ভেল)।
মূল্য: ৯,৬০০ কোটি টাকা
সাথে রয়েছে ৩৫ বছরের রক্ষণাবেক্ষণের বরাত, মূল্য ১৩,৪০০ কোটি টাকা।
এই চুক্তির মাধ্যমেই দেশের রেল উন্নয়নের ইতিহাসে নতুন পালক যোগ হল।
কবে চলবে এই ট্রেন?
টিটাগড় রেল সূত্রে খবর—
২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই তৈরি হবে স্লিপার প্রোটোটাইপ
আগামী মার্চের মধ্যেই প্রস্তুত হতে পারে প্রথম ট্রেন
সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হতে পারে পূর্ণ উৎপাদন
ইতিমধ্যে কি তৈরি হয়েছে কোনও মডেল?
হ্যাঁ, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি-তে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি প্রোটোটাইপ।
ট্রায়ালের জন্য পাঠানো হলেও এখনও পর্যন্ত সেবামূলক অনুমতি মেলেনি। অর্থাৎ— নকশা ও প্রযুক্তির যাচাই চলছে।

রেলপথে ভবিষ্যতের ছোঁয়া
বিশেষজ্ঞদের মতে, রোবটিক ট্রেন ফ্যাক্টরি শুধুমাত্র বাংলার জন্য নয়, সারা দেশের প্রযুক্তি উন্নয়নের এক শক্তিশালী পদক্ষেপ।
এতদিন বিদেশে যা হতো, এবার তার সূচনা হবে উত্তরপাড়া থেকেই।
রোবট আর মানুষের যৌথ পরিশ্রমে এবার তৈরি হবে দেশের ভবিষ্যতের ট্রেন। একদিকে উন্নয়ন, অন্যদিকে বাংলার ভূমি থেকে সেই বিপ্লব শুরু— এ যেন বাস্তবের ‘মেক ইন ইন্ডিয়া’ গল্প!