প্রতিবেদক: The Indian Chronicles ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫
পর পর কয়েক দিনের বৃষ্টির পর কিছুটা বিরতি দিয়েছিল বর্ষা। তবে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন জুড়ে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ সরে গেলেও দক্ষিণ ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

⚠️ উপকূল জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পরবর্তী ছ’ঘণ্টায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র থাকবে উত্তাল। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা—এই সময় সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে।
📍 কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?
দক্ষিণবঙ্গ:
- ভারী বৃষ্টিপ্রবণ জেলা (৭–১১ সেমি):
- দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব বর্ধমান
- পশ্চিম বর্ধমান
- বীরভূম
- ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কয়েকটি জেলায়:
- উত্তর ২৪ পরগনা
- পূর্ব মেদিনীপুর
- নদিয়া
- মুর্শিদাবাদ
শুক্রবার এই তালিকায় যুক্ত হবে — কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া।
উত্তরবঙ্গ:
- বৃহস্পতিবার ভারী বৃষ্টি:
- দার্জিলিং
- কালিম্পং
- জলপাইগুড়ি
- আলিপুরদুয়ার
- কোচবিহার
- শুক্রবার ভারী বৃষ্টি সম্ভাব্য জেলায়:
- জলপাইগুড়ি
- আলিপুরদুয়ার
- কোচবিহার
- শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে:
- দার্জিলিং
- উত্তর দিনাজপুর
🌡️ কলকাতার আবহাওয়া
- বৃহস্পতিবার সকাল: আকাশ আংশিক মেঘলা
- আর্দ্রতাজনিত অস্বস্তি: বেশি জলীয় বাষ্পের কারণে অনুভূত হচ্ছে বেশি গরম
- তাপমাত্রা:
- সর্বনিম্ন: ২৬.৭°C (স্বাভাবিক)
- সর্বোচ্চ: ৩১.৯°C (স্বাভাবিকের চেয়ে ০.৭°C কম)
দিনের বেলায় দু’-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কতদিন চলবে এই ঝড়বৃষ্টি?
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বজায় থাকবে ভারী বৃষ্টির আশঙ্কা।