কলকাতা, ২২ জুলাই ২০২৫:
সাম্প্রতিক সময়ে বারবার অভিযোগ উঠেছে—পশ্চিমবঙ্গে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতি হয়েছে, জব কার্ড জালিয়াতি হয়েছে, সেই কারণেই কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রকল্পের টাকা আটকে রেখেছে। এই অভিযোগের ভিত্তিতেই বিজেপি নেতারা একাধিকবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন।
কিন্তু আজ সংসদে সেই অভিযোগ খণ্ডন করল কেন্দ্র নিজেই। দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়ের একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানায়—২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মাত্র ২টি জব কার্ড বাতিল হয়েছে। গত তিন বছরের মোট সংখ্যা ৬ হাজারেরও কম।
তুলনামূলকভাবে, সারা দেশে ১১ লক্ষের বেশি জব কার্ড বাতিল হয়েছে—এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই বাতিল হয়েছে ৪.৫ লক্ষের বেশি জব কার্ড, যা একটি বিজেপি শাসিত রাজ্য।

এই তথ্য সামনে আসতেই কটাক্ষের সুরে মুখ খুলেছেন তৃণমূল নেতারা। ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা অরূপ চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন—
“আসলে ওদের বাঙালি যেহেতু ভোট দেয় না, তাই ওরা প্রতিশোধ নিচ্ছে। গরীব বাঙালির হক আদায়ের টাকা আটকে রাখা হয়েছে। বাংলায় কাজ করলে মজুরি বন্ধ, আর অন্য রাজ্যে গেলে বাংলাদেশি তকমা দিয়ে জেল বা পুশব্যাক।”
তিনি আরও বলেন,
“ভাবুন বাঙালি, ভাবা প্র্যাকটিস করুন।”
এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চড়ছে। প্রশ্ন উঠছে—কেন সত্য গোপন করে এতদিন রাজনীতির নামে গরীব মানুষের হক কেড়ে নেওয়া হচ্ছিল?