টলিপাড়ার গুঞ্জন সত্যি হল অবশেষে। ছোট পর্দার জনপ্রিয় মুখ এবং ইউটিউব দুনিয়ার পছন্দের কনটেন্ট ক্রিয়েটর সুস্মিতা রায় ও তাঁর স্বামী সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানলেন। আর তাও এমন এক দিনে, যেদিন ছিল সুস্মিতার জন্মদিন।
১ জুলাই সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি আবেগঘন পোস্টে সব্যসাচী লেখেন,
“ভাল থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক!”
একদিকে শুভেচ্ছা, অন্যদিকে বিচ্ছেদ—একসঙ্গে মিলেমিশে যেন এক অদ্ভুত বাস্তবতা তৈরি করেছে সুস্মিতা-সব্যসাচীর জীবনে। পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে এখনও তাঁদের বিয়ের দিনের ঝলক উঁকি মারছে, যা দেখে আরও আবেগপ্রবণ হয়ে উঠেছেন তাঁদের অনুরাগীরা।
এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সুস্মিতার রিল পার্টনার এবং দেওর সায়ক। তিনি জানান,
“ওঁদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। গতকালই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখনও একসঙ্গেই আছে। মা কিছু জানেন না। এর আগে একবার ডিভোর্সের চিন্তা হয়েছিল, তবে তখন ঠিক হয়ে গিয়েছিল। এবার আর সেটা হয়নি।”
রিল ভিডিওর জন্য যাঁদের কেমিস্ট্রি ছিল ভাইরাল, সেই সায়ক-সুস্মিতার যুগলকে হয়তো এবার আর দেখা যাবে না একসঙ্গে। যদিও সায়ক আশাবাদী, ভবিষ্যতে একসঙ্গে কাজের সুযোগ এলে আপত্তি করবেন না।
উল্লেখ্য, এই মুহূর্তে সুস্মিতা অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে। কিছুদিন আগেও স্বামীর সঙ্গে ছবি-রিল শেয়ার করেছিলেন, যা দেখে কেউ আঁচই করতে পারেননি যে তাঁদের দাম্পত্যে এমন মোড় অপেক্ষা করছে।
এই ঘটনা আবারও প্রমাণ করে, গ্ল্যামার দুনিয়ার ঝলকানির আড়ালে অনেক সময়েই চাপা থাকে একান্ত ব্যক্তিগত যন্ত্রণার গল্প। বাস্তব জীবন যেন সোশ্যাল মিডিয়ার ছবির মতো সবসময় নিখুঁত হয় না।