এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এটাই। আর জি কর হস্পিটাল ও মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের ঘটনা ঘটার পর থেকেই বাংলা তথা দেশ ও বিদেশের প্রতিটি নাগরিক প্রতি দিন প্রতি মুহূর্তে বিচার চাইছেন।। বলা যেতেই পারে ধর্ষণ ও খুনের বিচার চাইতে সাধারণ মানুষের প্রতিবাদের দাবানল জ্বালিয়ে দিয়েছেন যা প্রশাসনের কাছে এই মুহূর্তে খুব বড় চ্যালেঞ্জ।।
১৪ই আগস্ট রাতের পর কেটে গেছে ৬ টা দিন, কিন্তু ধরা পড়েছে একজনই অভিযুক্ত সঞ্জয় রায়। কিন্তু পোস্ট মর্টেম রিপোর্ট বলছে এই কাজ এক ব্যক্তির দ্বারা সম্ভব নয়।।
জনগণের প্রতিবাদের চাপে, তদন্ত চলে যায় সি বি আই এর হাতে আর তার পর থেকে তদন্ত এগোতেই আজ ৬ diner মাথায় একটু আগেই সি বি আই অপরাধ দমন শাখায় এক ব্যক্তি কে দ্রুত ছুটে ঢুকতে দেখা যায়।। সুত্রের খবর ইনি অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ট ব্যক্তি।। কিন্তু এখনো এই ব্যক্তির অন্য কোন নাম বা পরিচয় জানা যায়নি।।