রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বারোয়ারি দূর্গা পুজো কমিটি গুলির পাশে দাঁড়ানোর জন্য যখন থেকে দাঁড়িয়েছেন, তখন থেকেই “পুজোর অনুদান” নিয়ে কম বিতর্ক হয়নি।। সমালোচক দের সমালোচনার শেষ ছিলো না।। অনুদানের সমালোচনা করেই কেউ কেউ বিরোধী দলের প্রধান মুখ হয়েও দাঁড়িয়েছেন।। কিন্তু এবার সেই সব সমালোচক দের সমালোচনা করার জন্যই বোধহয় মাননীয়া এবছর প্রতিটি ক্লাবকে ৭০ হাজারের জায়গায় ৮৫ হাজার টাকা অনুদান দেবেন ঘোষনা করলেন।। এবার হোক সমালোচনা।।
এবছর অর্থাৎ ২০২৪ এর শারদ উৎসবে, রাজ্যের ৪৩ হাজার ক্লাব কে ৮৫ হাজার টাকার অনুদান ঘোষণার পাশাপাশি, একই সাথে আগামী বছর প্রতিটি ক্লাব কে শারদ উৎসবে ১লক্ষ টাকার অনুদান দেওয়া হবে সেরকম টাও শোনা যাচ্ছে।
এছাড়াও মাননীয়া তার দরাজ হাতে বারোয়ারি ক্লাব গুলিকে দূর্গা পুজো আয়োজনের জন্য, বিদ্যুৎ বলে ৭৫% ছাড় ও তারসাথে সমস্ত সরকারি অনুমোদন ও ফায়ার লাইসেন্স এর ক্ষেত্রে আগের মতোই কোন ফি নেবেন না বলেই শোনা যাচ্ছে।।
তবে এই ঘোষণার পরেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের কপালে চিন্তার ভাঁজ নেমেছে।। পুজো উপলক্ষে ক্লাব গুলিকে বিদ্যুৎ মাশুলে যে ৭৫% ছাড় দেওয়া হচ্ছে তার মাশুল CESE সাধারণ মানুষের বিলে না যোগ করে দেয়, এই ভেবে।