বর্তমানে ইউটিউব ফুড ব্লগার দের দৌলতে যারা বিখ্যাত হয়েছিলেন তাঁদের মধ্যে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের অন্যতম হলেন ডি বাপি বিরিয়ানি। যার মালিক অনির্বান দাস। বছর খানেক আগেই তিনি সারম্বরে একটি বিশাল বিরিয়ানি আউটলেট খোলেন এবং তারপরেই বিরিয়ানি চেন রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। বিখ্যাত ইউটিউবার দের ডেকে রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন এই অনির্বান দাস।

কিছুদিন আগেও এই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বান দাস খবরে আসেন যখন তিনি নিজেই অভিযোগ করেন, তাকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি সর্বক্ষণ অনুসরণ করছেন এবং অজানা ফোন নম্বর থেকে তার কাছে ফোন আসছে মোটা অংকের টাকা তোলাবাজি চেয়ে। এমনকি তার দোকানেও কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে এলো পাথাড়ি গুলি চালিয়ে যাওয়ার সংবাদ ও হয়।
কিন্তু এবার ভয়য়ঙ্কর অভিযোগ উঠলো এই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বান দাসের বিরুদ্ধেই। অভিযোগ, অনির্বান দাস তার নবনির্মিত বিরিয়ানি আউটলেটের পাশে একটি ঘর ভাড়া নেন ব্যবসায়িক প্রয়োজনে গোডাউন করার জন্যে। ১১ মাসের চুক্তিতে। কিন্তু চুক্তির মেয়াদ শেষে বাড়িওয়ালা তাকে সেই ঘর ছেড়ে দিতে বলায় শুরু হয় অশান্তি। অভিযুক্ত এই ব্যবসায়ী অনির্বান দাস ও তার কর্মচারীরা বাড়িওয়ালা কে ধমকাতে শুরু করেন। কয়েকদিন ধরেই চলছিলো এই অশান্তি। কিন্তু জানা যাচ্ছে বাড়িওয়ালা অনির্বান দাসের দোকানে গিয়ে আবারও ঘর ছাড়ার কথা বললে, অভিযুক্ত ব্যবসায়ী অনির্বান দাস, দোকানের নিরাপত্তাকর্মীর কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িওয়ালা কে প্রাণে মারার হুমকি দেন। এর পরেই মধ্যমগ্রাম থানায় ব্যবসায়ী অনির্বান দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ দায়ের হতেই, মধ্যমগ্রাম থানা বিরিয়ানি ব্যবসায়ী অনির্বান দাস কে গ্রেফতার করেন এবং বারাসাত আদালত মঙ্গলবার অভিযুক্ত অনির্বান দাস কে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে জানাযাচ্ছে অনির্বান দাস শুধু বিরিয়ানি ব্যবসায়ীনন সাথে তিনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ফলে এই ঘটনায় আরো চাঞ্চল্য বেড়েছে।