কলকাতা-দিল্লি রাজনৈতিক করিডরে নতুন গুঞ্জন — বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সুকান্ত মজুমদার সরে যাচ্ছেন? তাঁর জায়গায় কি তবে আসছেন শমীক ভট্টাচার্য? জল্পনার আগুনে ঘি ঢেলেছে শমীকের হঠাৎ দিল্লি যাত্রা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে তাঁর উপস্থিতি।
সোমবার সকালে কলকাতা থেকে দিল্লি রওনা হন রাজ্য বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। প্রথমে বলা হয়েছিল, তিনি একটি সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিতে গিয়েছেন। কিন্তু দুপুর গড়াতেই খবর ছড়িয়ে পড়ে, সন্ধ্যায় তাঁকে নড্ডার বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ‘অতিরিক্ত’ নিমন্ত্রণ নিয়েই শুরু হয়েছে চরম রাজনৈতিক আলোচনা।
সূত্রের দাবি, এক বছরেরও বেশি সময় ধরে বঙ্গ বিজেপির সভাপতি পদে পরিবর্তনের কথা ঘুরে ফিরে আলোচনায় থাকলেও, লোকসভা ভোটের আগে তা বাস্তবায়িত হয়নি। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে—”এক ব্যক্তি, এক পদ” নীতির ভিত্তিতে তিনি কি রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়বেন না?
বিধানসভা নির্বাচনের আগে নতুন নেতৃত্বে রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব—এমনই জল্পনা ঘনীভূত হয়েছে নড্ডার এই ‘বিশেষ আমন্ত্রণে’। যদিও প্রকাশ্যে বলা হচ্ছে, ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিনিধি দলের সদস্য হিসেবে শমীক ও রবিশঙ্কর প্রসাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে এই ‘দাওয়াত’ সম্ভবত বড় কোনও সাংগঠনিক রদবদলের ইঙ্গিত দিচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, এই আমন্ত্রণ যত না ‘আনুষ্ঠানিক’, তার চেয়েও বেশি তা ‘কৌশলগত’। বিজেপি সূত্রের দাবি, যাঁরা সত্যিই অপারেশন সিঁদুরের অংশ ছিলেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক সেরে ফেলেছেন। তাহলে আবার নড্ডার বাসভবনে আলাদা করে আমন্ত্রণ? এতেই প্রশ্ন উঠছে—“শমীক কি তবে বঙ্গ বিজেপির নতুন মুখ হতে চলেছেন?”