Home » BREAKING NEWS : তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার প্রার্থী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

BREAKING NEWS : তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার প্রার্থী হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

একটু আগেই তৃণমূল কংগ্রেস থেকে ঘোষণা হয়েগেলো যা নিয়ে বিশিষ্ট মোহলে জল্পনা ছিলো বেশ কিছুদিন ধরেই।

আজ তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ঋতব্রত একসময় সিপিআইএম-এর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তবে পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বর্তমানে তিনি অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস  রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই প্রার্থীতা ঘোষণা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। তৃণমূল নেতৃত্বের মতে, ঋতব্রতর অভিজ্ঞতা ও দক্ষতা দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ঋতব্রত ব্যানার্জী কে রাজ্য সভার প্রার্থী নির্বাচিত হবার জন্যে অভিনন্দন জানিয়েছেন।

আরো খবরের জন্য সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!