হুগলির কোন্নগরে প্রোমোটারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ফের বিতর্কে সিপিএমের একদা নেতা রাকেশ চক্রবর্তী। ভাইরাল ভিডিও ও অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে, কিভাবে সাংবাদিকতার নামে প্রোমোটারের কাছ থেকে ১.৫ লাখ টাকা দাবি করা হচ্ছে। অভিযোগ, রাকেশ ও তার সহযোগী প্রীতম সাধুখাঁন দীর্ঘদিন ধরে প্রোমোটার, ব্যবসায়ী এবং অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িতদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তুলছেন।
এক সময় সিপিএমের ঘনিষ্ঠ এই ব্যক্তি পুলিশের ছদ্মবেশে প্রতারণা করতেন বলেও অভিযোগ রয়েছে। একাধিক সংবাদমাধ্যম থেকে বহিষ্কৃত হলেও, রাজনৈতিক ছত্রছায়ায় তার অপকর্ম এখনো চলছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন কি এবার ব্যবস্থা নেবে, নাকি সিপিএমের ছায়ায় আরও রক্ষা পাবেন এই ভুয়া সাংবাদিক?
আজ সকালে থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যম ও বিভিন্ন সাংবাদিকদের গ্রূপে এই ভিডিও টি ভাইরাল হয়। The Indian Chronicles এর সত্যতা যাচাই করেনি।