The Indian Chronicles ডেস্ক | ৩ জুলাই ২০২৫
দীপিকার নাম জ্বলজ্বল করবে হলিউডের রাস্তায়
ভারতীয় সিনেমার গর্ব, দীপিকা পাড়ুকোন আরও একবার ইতিহাস রচনা করলেন। বলিউডের গ্লোবাল আইকন এখন হলিউড ওয়াক অফ ফেম-এর ২০২৬ সালের তালিকায়। বিশেষ বিষয় হলো, তিনি হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি Motion Pictures বিভাগে এই সম্মানে ভূষিত হলেন। বলাই বাহুল্য, এই স্বীকৃতি শুধু দীপিকার কেরিয়ারের নয়, ভারতীয় সিনেমারও এক গর্বের মুহূর্ত।
Deepika Padukone makes history! Named to the Hollywood Walk of Fame Class of 2026 in the Motion Pictures category 🎬
— ALISHA (@allycaralgoa) July 3, 2025
Read details on https://t.co/bLWbunAPKR#DeepikaPadukone #WalkOfFame2026 #GlobalIcon #BollywoodToHollywood pic.twitter.com/83VLIhMxne
আন্তর্জাতিক তারকাদের সঙ্গে এক মঞ্চে দীপিকা
হলিউড চেম্বার অফ কমার্স কর্তৃক প্রকাশিত তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন বিশ্বের নানা দেশের একাধিক খ্যাতনামা তারকা—
- এমিলি ব্লান্ট (Emily Blunt)
- মারিয়ঁ কোটিয়ার্ড (Marion Cotillard)
- র্যাচেল ম্যাকঅ্যাডামস (Rachel McAdams)
- ফ্রাঙ্কো নিরো (Franco Nero)
- গর্ডন র্যামসে (Gordon Ramsay)
এই ঘোষণা করা হয় ৩ জুলাই, বুধবার। ২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল শত শত মনোনয়নের মধ্য থেকে ৩৫ জনকে চূড়ান্ত করে এবং ২৫ জুন সেই তালিকাকে অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।

দীপিকার হলিউড যাত্রা ও আন্তর্জাতিক স্বীকৃতি
২০১৭ সালে xXx: Return of Xander Cage সিনেমার মাধ্যমে দীপিকা পাড়ুকোন হলিউডে অভিষেক করেন। ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন ভিন ডিজেল, স্যামুয়েল এল জ্যাকসন, ডনি ইয়েন ও রুবি রোজ।
এর পর থেকেই দীপিকার আন্তর্জাতিক উপস্থিতি ও প্রভাব বেড়েই চলেছে। ২০১৮ সালে তিনি টাইম ম্যাগাজিনের ‘100 Most Influential People’ তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
দীপিকার এই সম্মান শুধু তাঁর কৃতিত্ব নয়, গোটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এক গৌরবময় অধ্যায়।