তারক হরি, বিশেষ প্রতিবেদন:
বর্ষা এলেই বাড়ে ডেঙ্গির আতঙ্ক। জমা জলেই জন্ম নেয় ডেঙ্গির বাহক এডিস মশা। জ্বর, শরীর ব্যথা, শ্বাসকষ্ট দেখলেই অনেকে ধরে নেন—ডেঙ্গি! কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, সব জ্বর ডেঙ্গি নয়। ভুল চিকিৎসা বিপদ বাড়াতে পারে!

চিকিৎসক দেবাশিস জানা জানাচ্ছেন—
“অনেকেই উপসর্গ দেখেই ওষুধ খেতে শুরু করেন। এটা বিপজ্জনক। আগে রক্ত পরীক্ষা করুন। ‘এনএস১ অ্যান্টিজেন’ টেস্ট করিয়ে নিশ্চিত হন। এরপর প্রয়োজন পড়লে ‘আইজিএম’ ও ‘আইজিজি অ্যান্টিবডি’ টেস্ট করুন।”
ডেঙ্গির উপসর্গগুলো কী কী?
টানা ৩–৭ দিন জ্বর
তীব্র মাথা ও চোখের পেছনে ব্যথা
গায়ে ও হাড়ে প্রচণ্ড যন্ত্রণা
প্লেটলেট কমে যাওয়া
শ্বাসকষ্ট বা হালকা রক্তক্ষরণ
চোখে সংক্রমণের সম্ভাবনা
ডেঙ্গি থেকে বাঁচতে মেনে চলুন এই নিয়মগুলোঃ
জমা জল আটকান: টব, ছাদ, রান্নাঘরে জল যেন না জমে।
মশার কামড়ের সময় জেনে নিন:
ভোর ৪টা–৬টা
সন্ধ্যা ৬টা–রাত ১০টা
জানালা ও ভেন্টিলেটরে জাল ব্যবহার করুন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন: আবর্জনা জমতে দেবেন না। নিজের ঘর, উঠোন নিয়মিত পরিষ্কার রাখুন।
মনে রাখবেন—সঠিক পরীক্ষা ছাড়া ওষুধ নয়, সচেতনতা এবং প্রতিরোধই ডেঙ্গির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র!