উত্তরাধিকার, পরিবার, ও সম্পর্কের গল্পে ফিরে আসছে ‘প্রজাপতি ২’—দেব ও মিঠুন চক্রবর্তীর লন্ডন পর্বের শ্যুট শেষ, এখন অপেক্ষা মুক্তির।
দেব ও মিঠুন চক্রবর্তীর অভিনয়ে দর্শকের মন জিতে নেওয়া পারিবারিক ছবি ‘প্রজাপতি’র সিকুয়েল ‘প্রজাপতি ২’-এর লন্ডন শিডিউলের শ্যুটিং শেষ হল। অভিনেতা দেব নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
“N it’s a wrap.. London will miss u,” — এই সংবেদনশীল ক্যাপশন দিয়ে তিনি লন্ডন ব্রিজের পটভূমিতে পরিচালক অভিজিৎ সেন, সহ-অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং গোটা টিমের সঙ্গে ছবি শেয়ার করেছেন।
N it’s a wrap..
— Dev (@idevadhikari) July 13, 2025
London will miss u ❤️#Projapati2 @devpl_official @BengalTalkies pic.twitter.com/b5yJa1CHPl
চলতি বছরের জানুয়ারিতে ঘোষণা হওয়া এই সিকুয়েলটির শ্যুটিং শুরু হয়েছিল জুলাই মাসের শুরুতেই লন্ডনে। দ্রুততার সঙ্গে শেষ হয়েছে প্রথম শিডিউলের কাজ।
২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘প্রজাপতি’ সেই বছরের সর্বাধিক ব্যবসাসফল বাংলা ছবি ছিল, যার আয় ছাড়িয়ে গিয়েছিল ₹১৩ কোটি।
‘প্রজাপতি’র কাহিনি:
বিধবা বৃদ্ধ গৌর চক্রবর্তী (মিঠুন চক্রবর্তী) তাঁর একমাত্র ছেলে জয়কে (দেব), যিনি একজন ওয়েডিং প্ল্যানার, বিয়ে দিতে চান। কিন্তু ছেলের পছন্দ অন্য জায়গায়। এই নিয়ে শুরু হয় বাবা-ছেলের মনোমালিন্য, যার উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল গল্প।
ছবিটি একদিকে যেমন পরিবার ও সম্পর্কের আবেগকে তুলে ধরেছিল, তেমনই মিঠুন ও মমতা শংকরের ৪৬ বছর পর একসঙ্গে পর্দায় ফেরা ছিল বড় আকর্ষণ।
‘প্রজাপতি ২’-এ সেই আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও নতুন মোড় নিয়ে আবার আসছে গৌর-জয়ের কাহিনি।
📽️ সামনের প্রজেক্ট:
এর পাশাপাশি দেব এখন ব্যস্ত ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ছবি ‘রঘু ডাকাত’-এর প্রস্তুতিতে, যেটি মুক্তি পাবে আসন্ন দুর্গাপুজোয়। এছাড়া ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’, যা প্রায় এক দশক পর এই জুটিকে একসঙ্গে ফিরিয়ে আনছে।